News and Info
সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনের সর্বশেষ তথ্য সমূহ
নিবন্ধনের সর্বশেষ তথ্যসমূহ:
১. বেসরকারী ব্যবস্থাপনায় গাইড ও মোনাজ্জেম ব্যতিত হজযাত্রীর কোটা ১,১৩,৯৫৫ জন।
২. বেসরকারী ব্যবস্থাপনায় হজ-২০১৭ (হিজরি ১৪৩৮)-এর জন্য মনোনীত প্রাক-নিবন্ধনের সর্বশেষ সিরিয়াল ২২০৮৮৪।
৩. বেসরকারি ব্যবস্থাপনায় মনোনীত প্রাক-নিবন্ধিত হজযাত্রীর মধ্যে সংশ্লিষ্ট হজ এজেন্সি কর্তৃক সর্বমোট নিবন্ধনকৃত হজযাত্রীর সংখ্যা ১,১৩,৯৪৭ জন।
৪. সরকারি ব্যবস্থাপনায় সর্বমোট নিবন্ধিত হয়েছেন ৩,৬৭৮ জন হজযাত্রী।
বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন কার্যক্রমে অংশগ্রহণকারী সম্মানিত হজ এজেন্সীসমূহ, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব), ব্যাংকসমূহ এবং সার্বিক ব্যবস্থাপনার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে বিজনেস অটোমেশনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
২০১৭ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ৬ষ্ঠ ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ
২০১৭ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ৬ষ্ঠ ওমরাহ্ এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিবন্ধনের সময় বর্ধিতকরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
সরকারিভাবে প্রাকনিবন্ধিত সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/০৫/২০১৭ খ্রি৮. তারিখ বিকাল ৫.০০টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম বর্ধিত করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারি ব্যবস্থাপনার মোনাজ্জেমদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনার নিমিত্ত বেসরকারি ব্যবস্থাপনার মোনাজ্জেমদের নিম্নলিখিত বিষয়সমূহ প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করা যাচ্ছে :
১। হজ প্যাকেজের ৩.২ অনুচ্ছেদ অনুযায়ী হজ ব্যবস্থাপনা ইনফরমেশন সিস্টেমে (HMIS) তার এজেন্সীর বিপরীতে নিবন্ধিত হজযাত্রীদের পিলগ্রিম আইডি (PID) প্রদান করতে হবে।
২। হজ প্যাকেজের ৩.৭ অনুযায়ী হজযাত্রীদের সাথে স্ব স্ব হজ এজেন্সীর চুক্তি (ফরম ১৫) সম্পাদন করে তা পরিচালক, হজ অফিস, ঢাকার নিকট জমা করতে হবে।
৩। মোনাজ্জেম নিজের ও স্ব স্ব হজ এজেন্সীর মনোনীত দাপ্তরিক প্রতিনিধির আইডি কার্ড পরিচালক, হজ অফিস, ঢাকা হতে ৩০ শে মে/২০১৭ খ্রি. তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে।
৪। সরকার কর্তৃক আয়োজিত মোনাজ্জেমদের জন্য প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।
৫। হজ প্যাকেজের ৩.১ অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সীকে অবশ্যই সরকারি হজযাত্রীদের ন্যয় ন্যূনতম নির্ধারিত অতিরিক্ত সেবা ক্রয়ের চুক্তি সৌদি মোয়াল্লেমের সাথে সম্পাদন করতে হবে।
৬। হজ প্যাকেজের ৩.১১ অনুযায়ী ১৫ রমজানের মধ্যে বাড়িভাড়া সম্পন্ন করে বাংলাদেশ হজ অফিস, জেদ্দার অনলাইন অনুমোদন নিতে হবে।
৭। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এ বছর ভিসা লজমেন্ট কেন্দ্র পরিচালনা করবে না বিধায় সকল হজ এজেন্সীকে নিজ নিজ পাসপোর্ট স্ক্যানার দিয়ে সঠিকভাবে সকল নিয়ম-কানুন ও বিধি-বিধান অনুসরণপূর্বক ভিসা লজমেন্ট করতে হবে। তবে সৌদি সরকারের ই-হজ সিস্টেম হতে প্রাপ্ত তথ্যের সঙ্গে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের Hajj Management & Information System (HMIS) এর তথ্যের গরমিল হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে VISA ইস্যূর জন্য রাজকীয় সৌদি দূতাবাসে প্রেরণ করা হবে না।
৮। পরিচালক, হজ অফিস, ঢাকার নিকট এজেন্সী কর্তৃক শুধুমাত্র নিবন্ধিত হজযাত্রীর তালিকাসমেত DO-র জন্য আবেদন করতে হবে। এক্ষেত্রে কোনরুপ ব্যত্যয় হলে অথবা অনিবন্ধিত কোন ব্যক্তির জন্য আবেদন করা হলে সংশ্লিষ্ট এজেন্সীর এরুপ কার্যক্রমকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করে জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৮ হিজরী (২০১৭ খ্রি.) অনুযায়ী শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯। প্রতিটি হজ এজেন্সীকে স্ব স্ব এজেন্সীর অন্তত: ৯০% পাসপোর্ট লজমেন্টপূর্বক ভিসার জন্য আগামী ১৮ জুলাই ২০১৭ খ্রি: তারিখের মধ্যে পরিচালক, হজ অফিস, ঢাকার নিকট জমা দিতে হবে।
সকল মোনাজ্জেমকে হজের ওয়েবসাইটে প্রকাশিত বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সীর মোনাজ্জেম নির্বাচন ও কর্মপরিধি সংক্রান্ত নির্দেশিকার ৩য় অনুচ্ছেদ এবং বাংলাদেশ ও রাজকীয় সৌদি সরকারের যাবতীয় নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে হজ কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকারি ব্যবস্থাপনায় গাইড নির্ধারণের লক্ষ্যে আবেদনকারী হজগাইডদের সাক্ষাৎকার সংক্রান্ত বিজ্ঞপ্তি
২০১৭ খ্রি. (১৪৩৮ হিজরি) সনের হজ উপলক্ষে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৮ হিজরি (২০১৭ খ্রি.) এর ৯.৪ অনুচ্ছেদ অনুযায়ী সরকারি ব্যবস্থাপনায় প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য ০১ (এক) জন গাইড নির্ধারণের লক্ষ্যে আগামী ০৩/০৫/২০১৭ খ্রি. (ক্রমিক নং-০১-৭০ পর্যন্ত) এবং ০৪/০৫/২০১৭ খ্রি: (ক্রমিক নং-৭১-১৩১) তারিখ প্রতিদিন সকাল ১০.০০ টায় হজ অফিস, বিমানবন্দর, আশকোনা, ঢাকার সভাকক্ষে কমিটি আহ্বায়ক জনাব মো: হাফিজ উদ্দিন, যুগ্মসচিব (হজ) এর সভাপতিত্বে আবেদনকারী হজগাইডদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।
২। উক্ত সাক্ষাৎকার অনুষ্ঠানে সকলকে (বায়োডাটা, জেলা প্রশাসকের মনোনয়নপত্র, অভিজ্ঞতা সনদ, হজযাত্রীদের ভাউচারসহ) প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ সালের প্রাক-নিবন্ধিত হজযাত্রীগনের ১৫/০২/২০১৭ খ্রি. তারিখ হতে ২৩-০২-২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত প্রাক-নিবন্ধিত বাতিলকারী ব্যক্তিদের (Void কৃত) প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট এজেন্সীর অনুকুলে ফেরত প্রদান( সংশোধিত)
২০১৬ সালের প্রাক-নিবন্ধিত হজযাত্রীগনের ১৫/০২/২০১৭ খ্রি. তারিখ হতে ২৩-০২-২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত প্রাক-নিবন্ধিত বাতিলকারী ব্যক্তিদের (Void কৃত) প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট এজেন্সীর অনুকুলে ফেরত প্রদান সংক্রান্ত বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন । বিষয়টি অতীব জরুরি।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনলিড এজেন্সি নির্ধারণ এবং কোটাপূরণ প্রসংগে
উপর্যুক্ত বিষয়ে সংযুক্ত তালিকায় বর্ণিত এজেন্সিসমূহের স্বত্বাধিকারী/ব্যবস্থাপনা পরিচালক/ব্যবস্থাপনা অংশীদার/চেয়ারম্যান/পরিচালকগণকে জানানো যাচ্ছে যে, অদ্যাবদি আপনার এজেন্সি নিজে লিড এজেন্সি নির্ধারিত হয়ে সর্বনিম্ন ১৪৬ জন হজ্জযাত্রীর কোটাপূরন করেননি অথবা অন্য কোন এজেন্সির সঙ্গে যুক্ত হয়ে অন্য কোন এজেন্সির আওতায় অন্তভূক্ত হননি তাদের-কে আগামী ০২/০৫/২০১৭ খ্রিঃ তারিখের মধ্যে লিড এজেন্সি নির্ধারণ এবং কোটাপূরণের জন্য অনুরোধ করা হল । উল্লেখ করা যেতে পারে যে, এর অন্যথা বা ব্যত্যয়ে হজ্জযাত্রী প্রেরণে কোন জটিলতা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুননিবন্ধন কার্যক্রম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পূর্ব নির্ধারিত ঘোষনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম আজ ৩০.০৪.২০১৭ খ্রি. তারিখ সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত চলবে ।
বেসরকারি ব্যবস্থাপনায় অপেক্ষমান তালিকা হতে হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি
বেসরকারি ব্যবস্থাপনায় অপেক্ষমান তালিকা হতে হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২৭-০৪-২০১৭ খ্রি তারিখ পর্যন্ত নিবন্ধিত হজযাত্রীদের সংখ্যা অনুযায়ী এজেন্সিসমূহের তালিকা
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ২০১৭ খ্রি সনে ২৭-০৪-২০১৭ খ্রি তারিখ পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজযাত্রীদের সংখ্যা অনুযায়ী এজেন্সিসমূহের তালিকা নিম্নে সংযুক্ত আঁকারে প্রদান করা হলো।
১৪৬ এর উপরে নিবন্ধিত এজেন্সিসমূহের তালিকা এখান থেকে ডাউনলোড করুন
১৪৬ এর কম নিবন্ধিত এজেন্সিসমূহের তালিকা এখান থেকে ডাউনলোড করুন
বেসরকারি ব্যবস্থাপনায় অপেক্ষমান তালিকা হতে হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
বেসরকারি ব্যবস্থাপনায় অপেক্ষমান তালিকা হতে হজযাত্রীদের নিবন্ধন সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬ সালের প্রাক-নিবন্ধিত হজযাত্রীগনের ১৭/০২/২০১৭ খ্রি. তারিখ হতে ২৩-০২-২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত প্রাক-নিবন্ধিত বাতিলকারী ব্যক্তিদের (Void কৃত) প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট এজেন্সীর অনুকুলে ফেরত প্রদান(১)
২০১৬ সালের প্রাক-নিবন্ধিত হজযাত্রীগনের ১৭/০২/২০১৭ খ্রি. তারিখ হতে ২৩-০২-২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত প্রাক-নিবন্ধিত বাতিলকারী ব্যক্তিদের (Void কৃত) প্রাপ্য অর্থ সংশ্লিষ্ট এজেন্সীর অনুকুলে ফেরত প্রদান সংক্রান্ত বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন