News and Info
প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন হজগাইডসহ হজযাত্রীদের নিবন্ধন ফরম দাখিল প্রসঙ্গে
২০১৫ সালে সরকারী ব্যবস্থাপনায় সৌদি গমনেচ্ছুক সম্মানিত হজযাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ প্যাকেজ ২০১৫ এর অনুচ্ছেদ ২.৩(ঢ) মোতাবেক প্রতি ৪৫ জন হজযাত্রীর জন্য একজন হজগাইডসহ হজযাত্রীদের নিবন্ধন ফরম দাখিল করার সময় আবেদনকৃত গ্রুপ ঠিক রেখে হজ অফিস, ঢাকায় ৪৫ জন করে পুনরায় একেকটি গ্রুপ গঠনের মাধ্যমে সম্ভাব্য ফ্লাইট সিডিউল নির্ধারণের কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এ বিষয়ে নতুনভাবে অনুরোধ রক্ষা করা সম্ভবপর নয় বিধায়, সম্মানিত হজযাত্রীদের সহযোগিতা কামনা করছি।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ গাইড নির্বাচন কার্যক্রম প্রসঙ্গে
কেন্দ্রীয় হজ্জ গাইড নির্বাচন কমিটি এর সভাপতি জনাব হাসান জাহাঙ্গীর আলম, যুগ্ন-সচিব(হজ্জ), ধর্ম বিষয়ক মন্ত্রণালয় , এর সভাপতিত্বে আগামী ২৩.০৭.২০১৫ খ্রিঃ তারিখ, সকাল ১০.০০ টা হতে ২০১৫ (১৪৩৬ হিঃ) সালের হজ্জ গাইড নির্বাচন কার্যক্রম বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ঢাকা এর সভা পক্ষে অনুষ্ঠিত হবে। উক্ত হজ্জ গাইড নির্বাচন কার্যক্রমে জেলা গাইড নির্বাচন কমিটি কর্তৃক প্রাথমিক ভাবে নির্বাচিতদের সাক্ষাৎকার এবং মন্ত্রণায়ের সরাসরি দরখাস্তকারীদের মধ্যে যাদের শুধু হজ্জযাত্রী সংগ্রহের যৌক্তিক প্রমানপত্র রয়েছে শুধু তাদের সাক্ষাৎকার গ্রহন করা হবে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারি হজ্জ এজেন্সীর প্রতিনিধি (মোনাজ্জেম) সৌদি আরবে না যাওয়া প্রসঙ্গে ।
সূত্র: হজ্জ অফিস,জেদ্দার পত্র নং-১৬.০৪.০০০০.০০০.০৫.০২.২০১৫-২২৫,তারিখ-০৮.০৭.২০১৫খ্রি:।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পত্র নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০০৫.১৫(অংশ-৪)তারিখ-১৩.৭.২০১৫খ্রি:।
উপর্যুক্ত বিষয় ও সূত্রদ্বয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, হজ্জ কার্যক্রমে অংশগ্রহণকারী তালিকায় বর্ণিত ১২টি হজ্জ এজেন্ট বাড়ীভাড়া এবং ব্যাংক একাউন্টখোলাসহ আনুষাংগিক কার্যক্রম পরিচালনায় জন্য সৌদি আরব গমন করেননি মর্মে কাউন্সেলর(হজ্জ),জেদ্দা,সৌদি আরব হতে পত্র মারফত অবহিত করেছেন (কপি সংযুক্ত)। এমতাবস্থায়, উল্লিখিত ১২টি হজ্জ এজেন্সীর মোনাজ্জেমকে জরুরী ভিত্তিতে সৌদি আরব গমনপূর্বক বাড়ীভাড়া এবং ব্যাংক একাউন্টখোলাসহ আনুষাংগিক কার্যক্রম সম্পন্ন করার বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সনের হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশন প্রকাশকরন
উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা হতে প্রাপ্ত (আংশিক) ২০১৫ সনের হজ্জে গমনেচ্ছু হজ্জযাত্রীদের পুলিশ ভেরিফিকেশন তালিকা প্রকাশ করা হ’ল । পরবর্তি অংশ বাংলাদেশ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ থেকে প্রাপ্তি সাপেক্ষে প্রকাশ করা হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনমোয়াল্লেম ফি জমাদানকারী হজ্জযাত্রীদের নামের মূল তালিকায় বর্হিভূত কোন ব্যক্তিকে প্রতিস্থাপন প্রসঙ্গে
সংশ্লিষ্ট সকল এজেন্সীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ্জ প্যাকেজ ২০১৫-এর ৩.২৪ ও জাতীয় হজ্জ ও ওমরাহ নীতি-১৪৩৫-হিজরী এর অনুচ্ছেদ ৭.৪ মোতাবেক মোয়াল্লেম ফি জমাদানকারী হজ্জযাত্রীদের নামের মূল তালিকায় বর্হিভূত কোন ব্যক্তিকে প্রতিস্থাপন (Replacement) করার এখতিয়ার পরিচালক,হজ্জ অফিস,ঢাকার নেই বিধায়, হজ্জযাত্রী প্রতিস্থাপন বিষয়ক কোন আবেদনপত্র হজ্জ অফিস,ঢাকায় জমা না দেয়ার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপ্রত্যেক এজেন্সীকে সংশ্লিষ্ট মোয়াল্লেম অফিস বারকোড সংগ্রহ করন প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এ বছর ও প্রত্যেক মোনাজ্জেমদের স্ব স্ব মোয়াল্লেম অফিস হতে তার এজেন্সীর মাধ্যমে আগতব্য হজ্জ যাত্রীদের জন্য বারকোড সংগ্রহ করতে হবে। হজ্জ যাত্রীদের ভিসা MOFA পদ্ধতিতেই সম্পন্ন করতে হবে। এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকল এজেন্সীর মালিক/মোনাজ্জেমদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জযাত্রীদের জাতীয় পরিচয়পত্র যাচাইকরন প্রসঙ্গে ।
হজ্জযাত্রীদের ডাটাবেজ www.hajj.gov.bd এ যে সকল হজ্জযাত্রীদের নাম সংশ্লিষ্ট হজ্জ এজেন্সীগন সরাসরি নিজেরা ডাটা এন্ট্রি করেন, তার কোন যাচাইকরন ব্যবস্থা না থাকায় ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের নিয়োজিত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিঃ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়কে জাতীয় পরিচয়পত্রের সাথে হজ্জযাত্রীদের নাম অনলাইনে সরাসরি যাচাই করার প্রস্তাব (২৫ই আগষ্ট , ২০১৩ তারিখে) পেশ করে । ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠকে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন । এর ধারাবাহিকতায়, নির্বাচন কমিশন ধর্ম মন্ত্রনালয়ের প্রস্তাবে ২৩ই জুন ২০১৫ তারিখে তাদের সম্মতি জ্ঞাপন করেছেন । পরবর্তীতে দ্বি পাক্ষিক দাপ্তরিক কার্যাদি এবং প্রয়োজনীয় কারিগরী অবকাঠামো নির্মানের পর আশা করা যাচ্ছে যে, ভবিষ্যতে হজ্জ এজেন্সীগন যে হজ্জযাত্রীদের নাম হজ্জ ডাটাবেজে প্রদান করবেন তা জাতীয় পরিচয়পত্রের সাথে অনলাইনে যাচাই সম্ভব হবে । প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলে,পরবর্তীতে কার্যাবলী সম্বন্ধে সকলকে অবহিত করা হবে ।
হজ্জ এজেন্সীর স্বত্বাধিকারী/ পরিচালক/ব্যবস্থাপনা পরিচালক/ অংশীদারদের সঙ্গে হজ্জ ব্যবস্থাপনা সংক্রান্ত ওরিয়েনটেশন ও বিমানভাড়া পরিশোধ সংক্রান্ত সভা প্রসঙ্গে
২০১৫ (১৪৩৬ হিজরি )সনে হজ্জ ব্যবস্থাপনা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৭/০৬/২০১৫ খ্রিঃ বেলা ৪.০০ ঘটিকায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মো: বাবুল হাসানের সভাপতিত্বে হজ্জক্যাম্প, আশকোনা,ঢাকায় (২য় তলায় ) হজ্জ এজেন্সীর স্বত্বাধিকারী/ পরিচালক/ব্যবস্থাপনা পরিচালক/ অংশীদারদের সঙ্গে হজ্জ ব্যবস্থাপনা সংক্রান্ত ওরিয়েনটেশন ও বিমানভাড়া পরিশোধ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হবে । উক্ত সভায় সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার হজযাত্রীদের গ্রুপ গঠন ও প্রাথমিক প্রশিক্ষণ আয়োজন প্রসঙ্গে
২০১৫ সালের সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার হজযাত্রীদের গ্রুপ গঠন ও প্রাথমিত প্রশিক্ষণ আগামী ১১/০৭/২০১৫ তারিখ শনিবার সকাল ০৯.৩০ ঘটিকায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হবে। গ্রুপ গঠন ও প্রাথমিত প্রশিক্ষণে সরকারী ব্যবস্থাপনার ঢাকা মহানগরী ও ঢাকা জেলার সকল হজযাত্রীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জযাত্রীদের ভিসা লজমেন্ট করার জন্য ইউজার ও পাসওয়ার্ড সংগ্রহ প্রসঙ্গে
হজ্জযাত্রীদের ভিসা লজমেন্ট কার্যক্রমের জন্য সৌদি দূতাবাস থেকে প্রত্যেক এজেন্সীকে ইউজার ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হয় । এই জন্য যে সকল এজেন্সী ২০১৪ সালের কার্যক্রমে অংশগ্রহন করেননি কিন্তু এই বছর ( ২০১৫ সনে ) হজ্জ কার্যক্রমে অংশ গ্রহন করছেন, তাদেরকে নির্দিষ্ট ফরমে ( ফরমটি ডাউনলোড করুন ) সম্পুর্ন তথ্য পুরণ পূর্বক (মোবাইল নাম্বার ও ই-মেইল আবশ্যক) স্ব-স্ব এজেন্সীর অফিসিয়াল প্যাডে সৌদি দূতাবাসের কাউন্সিলর বরাবর আরবী দরখাস্থ সহ হজ্জ অফিসে মিঃ সুহিল মোহাম্মদ ফেরদৌস এর নিকট আগামী ২৭-০৬-২০১৫ খ্রিঃ তারিখের মধ্যে জমা প্রদান করতে অনুরোধ করা হলো ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৫ সালে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজ্জযাত্রীদের বিমান ভাড়া সহ অন্যান্য খরচের হিবাস বিবরণী প্রেরণ।
উপর্যুক্ত বিষয়ে হজ্জ কার্যক্রম অংশগ্রহণকারী সকল এজেন্সী অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫ সালে মন্ত্রী পরিষদ কর্তৃক অনুমোদিত হজ্জ প্যাকেজ -২০১৫ খ্রিঃ এর অনুচ্ছেদ ৩.৮ তে নিবন্ধনকৃত হজ্জযাত্রীদের নিকট হতে বাড়ী/ হোটেল ভাড়া খাওয়া খরচসহ অন্যান্য ফি’র অর্থ হজ্জ এজেন্সীর নিজ নিজ ব্যাংকে হিসাবে জমা হয়েছে মর্মে সংশিষ্ট ব্যাংক কর্তৃক স্বাক্ষরিত ও হাব কর্তৃক প্রতিস্বাক্ষরিত স্টেটমেস্ট যথাশীঘ্র হজ্জ অফিস, ঢাকায় প্রেরণের জন্য অনুরোধ করা হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনMOFA পদ্ধতিতে ভিসা ইস্যু এবং জেদ্দা / মদিনা বিমানবন্দর হয়ে প্রেরিতব্য হজ্জযাত্রীর সংখ্যা অবহিত করণ প্রসঙ্গে।
MOFA পদ্ধতিতে ভিসা ইস্যু এবং জেদ্দা / মদিনা বিমানবন্দর হয়ে প্রেরিতব্য হজ্জযাত্রীর সংখ্যা অবহিত করণ সম্পর্কে বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা হতে প্রাপ্ত পত্রের বিস্তারিত জানতে নিম্নের লিঙ্ক থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন