News and Info
হজের প্রাক্-নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত সভা অনুষ্ঠিত
১০ ফেব্রুয়ারি, ২০১৬ খ্রিঃ তারিখে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে হজের প্রাক্-নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জনাব মোঃ আব্দুল জলিল । সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, A2i প্রতিনিধি, ব্যাংক সমুহের প্রতিনিধি, নির্বাচন কমিশনের প্রতিনিধি, হজ্জ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি ও মহাসচিব এবং মন্ত্রণালয়ের নিয়োজিত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লিঃ এর পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন । সভায় জাতীয় হজনীতি-২০১৬ তে প্রথমবারের মত হজে গমনেচ্ছু ব্যক্তিদের নির্ধারিত সময়ের মধ্যে প্রাক্-নিবন্ধন সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় । এবারের হজ ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এতে হজ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত হবে । সচিব মহোদয় সভায় প্রাক্-নিবন্ধনের খুটিনাটি বিষয়ের উপর আলোকপাত করেন । বিজনেস অটোমেশন লিঃ এর পরিচালক জনাব শোয়েব আহমেদ মাসুদ প্রাক্-নিবন্ধন কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশান প্রদান করেন । সচিব মহোদয় প্রাক্-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালনের জন্য সকলকে আহবান জানান ।
২০১৬খ্রিঃ (১৪৩৭হিঃ) সনে অনুষ্ঠিতব্য হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ব্যাংক, বিজনেস অটোমেশন, এ-টু-আই, স্পেশাল ব্রাঞ্চ, ইমিগ্রেশন, নির্বাচন কমিশন সচিবালয়সহ সংশ্লিষ্ট সকলের সাথে মত বিনিময় সভার কার্যবিবরণী।
২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ২য় ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ
২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ২য় ওমরাহ্ এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন, হজ ক্যাম্পে যোগাযোগ ও কলসেন্টার স্থাপন ।
৮ ফেব্রুয়ারি, ২০১৬ হজ অফিস, আশকোনায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের উপস্থিতিতে হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য প্রদানের জন্য হজ অফিসে কলসেন্টার স্থাপনের বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সরেজমিন পরিদর্শন হয় । সচিব মহোদয় পুরো হজ ক্যাম্প ঘুরে দেখেন । অতপর হজে গমনেচ্ছু ব্যক্তিদের তথ্য সরবরাহের বিষয়টি নিশ্চিত করার নিমিত্ত হজ ক্যাম্পে যোগাযোগ ও কলসেন্টার স্থাপনের জন্য কক্ষ নির্বাচন করা হয় । সচিব মহোদয় অবিলম্বে যোগাযোগ ও কলসেন্টার স্থাপনের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে যোগাযোগ ও কলসেন্টার চালু করার জন্য বিজনেস অটোমেশন লিঃ কে নির্দেশনা প্রদান করেন ।
২০১৬ সালের হজে প্রাক্-নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট এক্সিকিউটিভদের প্রশিক্ষণ কার্যক্রম হজ অফিস, আশকোনা, ঢাকাতে শুরু হলো ।
আজ ১৩ ফেব্রুয়ারি, ২০১৬ তারিখ হতে প্রাক্-নিবন্ধনের জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে বিজনেস অটোমেশন লিঃ স্থাপিত কলসেন্টারের এক্সিকিউটিভদের জন্য বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয় । পর্যায়ক্রমে প্রাক্-নিবন্ধনের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ চলবে । উল্লেখ্য ২৮ জানুয়ারি, ২০১৬ হতে প্রাক্-নিবন্ধনের জন্য প্রস্ততি ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে ।
হজ্জ ২০১৫ খ্রিঃ (১৪৩৬ হিজরী) মৌসুমে বাংলাদেশী ২০টি হজ্জ এজেন্সীর কার্যক্রম প্রসংগে
উপর্যুক্ত বিষয়ে বাংলাদেশ হজ্জ অফিস, জেদ্দা, সৌদি আরব এর ১৫/১২/২০১৫ খ্রিঃ তারিখের স্বারক নং ১৬.০৪.০০০০.০০০.০৫.০০৪.২০১৫-৫২৫ এর কপি সংলগ্নীয় কাগজপত্রাদি সহ এতদসহিত সংযোজন করাজ হলো। বিস্তারিত জানতে নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনপ্রাক্-নিবন্ধনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু
২০১৬ সালের প্রাক্-নিবন্ধনের জন্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে । ২৭ শে জানুয়ারি, ২০১৬, সালে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষে বিজনেস বিজনেস অটোমেশন লিঃ কারিগরী কার্যাবলী শুরু করেছে । প্রয়োজনীয় অবকাঠামো ও সফটওয়্যার ধাপে ধাপে বাস্তবায়ন করার কাজ চলছে । সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে সমন্বয়সাপেক্ষে শীঘ্রই প্রাক্-নিবন্ধন ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেয়া হবে । সৌদি সরকারের সাথে দ্বি-পাক্ষিক চুক্তির পর প্রাক্-নিবন্ধন ব্যবস্থার সম্ভাব্য উদ্বোধনী তারিখ জানানো হবে ।
হজযাত্রীদের তথ্য অনলাইনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পের সাথে সরাসরি যাচাই কল্পে ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের সাথে নির্বাচন কমিশনের চুক্তি স্বাক্ষর
হজযাত্রীদের তথ্য অনলাইনে জাতীয় পরিচয়পত্র প্রকল্পের (NID) ডাটাবেইজের সাথে সরাসরি যাচাই কল্পে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় নির্বাচন কমিশনের সাথে আজ (১০ জানুয়ারী, ২০১৬) একটি চুক্তি স্বাক্ষর করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষে অতিরিক্ত সচিব জনাব মোঃ শহিদুজ্জামান এবং নির্বাচন কমিশনের পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব সৈয়দ মোহাম্মদ মুসা এই চুক্তি স্বাক্ষর করেন। ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের প্রস্তাবিত প্রাক-নিবন্ধন সিস্টেম নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজে হজযাত্রীদের নাম যাচাইয়ের সরাসরি সুয়োগ পাবে, ফলে এন্ট্রিকৃত নাম ও প্রয়োজনীয় তথ্যাবলী ভূল হবার সুযোগ থাকবেনা। এই চুক্তি সম্পাদনের পরবর্তীতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রয়োজনীয় ভিপিএন (VPN) কানেক্টিভিটি স্থাপনপূর্বক প্রাক-নিবন্ধন সিস্টেম তৈরীর কার্যাবলী শুরু করতে পারবে।
২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ১ম ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ
২০১৬ সালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ১ম ওমরাহ্ এজেন্সীর তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ এজেন্সীসমূহের জন্য হাবের জরুরী বিজ্ঞপ্তি
সম্মানিত সকল এজেন্সীর সম্মানিত মালিকদের সদয় অবগতির জন্য হজ্জ ২০১৬ বিষয়ক “হাব” থেকে প্রাপ্ত পত্রখানি সংযুক্ত আকারে প্রদান করা হল। বিস্তারিত তথ্যের জন্য “হাব” অফিসে যোগাযোগ করুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজযাত্রীেদর জন্য ভাড়াকৃত হোটেল/বাড়ী পরিদর্শন সংক্রান্ত অফিস আদেশ
হজ্জ ও ওমরাহ এজেন্সীর লাইসেন্সের জামানত এর পরিমান বর্ধিত করণ প্রসংগে
যে সকল হজ্জ ও ওমরাহ এজেন্সী (স্থায়ী লাইসেন্সপ্রাপ্ত) বিগত সময়ে জামানত বাবদ ১০.০০ (দশ) লক্ষ টাকার এফডিআর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করেছে, তাদের জামানতের পরিমান ১০.০০ (দশ) লক্ষ টাকা হতে ২০.০০ বিশ লক্ষ টাকায় বর্ধিত করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহন করেছে। এই বিষয়ে বিস্তারিত জানতে নিম্নের ফাইলটি ডাউনলোড করে দেখুন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন