hms_logo

  • English
  • বাংলা

News and Info

২০১৭ খ্রিঃ /১৪৩৮ হিজরী সনের অনুমোদিত হজ এজেন্সির তালিকা

December 29, 2016

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য ২০১৭ খ্রিঃ /১৪৩৮ হিজরী সনের  ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির তালিকা প্রকাশ করা হয়েছে । তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ক জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রোগ্রামারদের প্রশিক্ষণ প্রসঙ্গে

December 29, 2016

অদ্য ২৯/১২/২০১৬ খ্রি: তারিখ হজ ক্যাম্প, ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের ৫৩ জেলার ৫৩ জন সহকারী প্রোগ্রামারগণ হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ে এক নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন । সকাল ১০-টা হতে অপরাহ্ন ৫-টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের খুটি-নাটি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় । প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইটি এক্সিকিউটিভ, জনাব কবির আল মামুন ও আইটি এক্সিকিউটিভ, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।প্রশিক্ষণকালে হজ অফিস, ঢাকার সহকারী হজ অফিসার, জনাব আব্দুল মালেক উপস্থিত ছিলেন ।

AP-1 AP-2

হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ক ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিনিধিদের প্রশিক্ষণ প্রসঙ্গে

December 27, 2016

অদ্য ২৭/১২/২০১৬ খ্রি: তারিখ হজ ক্যাম্প, ঢাকায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ৪৪ জেলার ৪৪ জন প্রতিনিধি হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ে এক নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ১০-টা হতে অপরাহ্ন ৫-টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের খুটি-নাটি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইটি এক্সিকিউটিভ, জনাব কবির আল মামুন ও আইটি এক্সিকিউটিভ, জনাব এনামুল হক জিয়াদ । প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণকালে হজ অফিস, ঢাকার পরিচালক, জনাব ড. আবুল কালাম আযাদ উপস্থিত ছিলেন ।

udc uds2

শুনানীতে অংশগ্রহণ করা প্রসঙ্গে

December 22, 2016

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি) সনে হজ এজেন্সিসমূহের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্ত যাদের শুনানী ২১.১২.২০১৬ খ্রিঃ তারিখে সম্পন্ন হয়নি তাদের বিষয়ে আগামী ২৬.১২.২০১৬ খ্রিঃ তারিখ, রোজঃ সোমবার, সকালঃ ০৯.৩০ টা হতে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ বায়তুল মোকাররম , ঢাকায় এতদসংক্রান্ত গঠিত কমিটি কর্তৃক শুনানী গ্রহন করা হবে । অভিযুক্ত যে সকল এজেন্সির শুনানী গ্রহন করা হবে (তালিকা সংযুক্ত) তাদেরকে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হোল।র্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ক ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ

December 26, 2016

অদ্য ২৬/১২/২০১৬ খ্রি: তারিখ হজ ক্যাম্প, ঢাকায়দ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’র ৬৪ জেলার ৬৪ জন কর্মকর্তা হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের কৌশল এবং পদ্ধতি বিষয়ে এক নিবিড় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সকাল ১০-টা হতে অপরাহ্ন ৪-টা পর্যন্ত দুই শিফটে কর্মকর্তাদের প্রশ্ন-উত্তরের মাধ্যমে প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের খুটি-নাটি ব্যাখ্যাা বিশ্লেষণ করা হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আইটি এক্সিকিউটিভ, জনাব কবির আল মামুন ও আইটি এক্সিকিউটিভ, জনাব এনামুল হক জিয়াদ। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণকালে হজ অফিস, ঢাকার সহকারী হজ অফিসার, জনাব আব্দুল মালেক উপস্থিত ছিলেন।

111111111

হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনে ব্যাংকের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ

December 24, 2016

হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়ায় ফি ও জামানত গ্রহণ অনলাইনে নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রত্যেক ব্যাংক হতে দুই (০২) জন আইটি জ্ঞানসম্পন্ন কর্মকর্তাকে আগামী ২৬ অথবা ২৭ ডিসেম্বর ২০১৬ খ্রি. তারিখ সকাল ১০:০০টায় অথবা বিকাল ০৩:০০টায় বিজনেস অটোমেশন লি., বিডিবিএল ভবন (৯ম তলা), ১২, কাওরান বাজার ঢাকায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ (TOT) প্রদান করা হবে। স্ব-স্ব ব্যাংক প্রশিক্ষণে অংশ গ্রহণ নিশ্চিত করতে হজের ওয়েবসাইট www.hajj.gov.bd তে প্রবেশ করে প্রাক্-নিবন্ধন মেনুতে ক্লিক করে প্রশিক্ষণ সার্ভার হতে প্রশিক্ষণের জন্য নিম্মোক্ত সূচিতে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হচ্ছে । প্রশিক্ষণে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ইউজার ম্যনুয়্যালটি এখান থেকে ডাউনলোড করুন

Bank

হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধন পদ্ধতি ও কৌশল সম্পর্কে জেলা প্রশাসকের কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিদের প্রশিক্ষণ

December 24, 2016

উপর্যুক্ত বিষয়ে সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশন  এবিষয়ে সংশ্লিষ্ট প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয় হতে একজন সহকারি প্রোগ্রামারকে আগামী ২৯ ডিসেম্বর, ২০১৬ তারিখ সকাল ১০টায়, প্রত্যেক জেলা হতে ইসলামিক ফাউন্ডেশনের একজন আইটি জ্ঞানসম্পন্ন কর্মকর্তাকে আগামী ২৬ ডিসেম্বর, ২০১৬ তারিখ সকাল ১০টায় এবং প্রত্যেক জেলা হতে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের একজন উদ্যেক্তাকে আগামী ২৭ ডিসেম্বর, ২০১৬ তারিখ সকাল ১০টায় হজ অফিস আশকোনায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ (TOT) গ্রহণের জন্য মনোনয়ন নিশ্চিত করার জন্য অনুরোধ করছি ।

প্রশিক্ষণে অংশগ্রহণ নিশ্চিত করতে হজের ওয়েবসাইট www.hajj.gov.bd তে প্রবেশ করে প্রাক্-নিবন্ধন মেনুতে ক্লিক করে প্রশিক্ষণ সার্ভার হতে প্রশিক্ষণের জন্য রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে। রেজিস্ট্রেশনকারীরা সূচি মোতাবেক প্রশিক্ষণ ভেন্যুতে উপস্থিত হবেন এবং প্রশিক্ষণ শেষে উক্ত প্রশিক্ষণের সার্টিফিকেট গ্রহণ করবেন ।

প্রশিক্ষণে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ইউজার ম্যনুয়্যালটি এখান থেকে ডাউনলোড করুন

কি ভাবে প্রশিক্ষণের জন্য রেজিট্রেশন করবেন তার ভিডিও

 

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৭ সালের জন্য সরকার কর্তৃক অনূমোদিত ৩য় ওমরাহ্ এজেন্সীর তালিকা প্রকাশ(সংশোধিত)

December 17, 2016

২০১৭ সালের জন্য সরকার কর্তৃক অনুমোদিত ৩য় ওমরাহ্‌ এজেন্সীর তালিকাটি (সংশোধিত) নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

আগামী ১৫/০১/২০১৭ খ্রি: তারিখ থেকে সারা দেশব্যাপী হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন শুরু হবে

December 20, 2016

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের ঘোষণা মোতাবেক আগামী ১৫/০১/২০১৭ খ্রি: তারিখ থেকে সারা দেশব্যাপী হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন শুরু হবে । এ বিষয়ে সংশ্লিষ্টদের যাবতীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হচ্ছে ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

শুনানীতে অংশগ্রহণ করা প্রসঙ্গে

December 12, 2016

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৬ খ্রিঃ (১৪৩৭ হিজরি) সনে হজ এজেন্সিসমূহের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগ যাচাই-বাছাইপূর্বক সুপারিশ প্রদানের নিমিত্ত পূর্ব নির্ধারিত সময় ১৪.১২.২০১৬ খ্রিঃ তারিখের পরিবর্তে আগামী ২১/১২/২০১৬ খ্রিঃ তারিখ, রোজঃ বুধবার, সকালঃ ০৯.৩০ হতে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষ বায়তুল মোকাররম, ঢাকায় এতদসংক্রান্ত গঠিত কমিটি কর্তৃক শুনানী গ্রহণ করা হবে। অভিযুক্ত যে সকল এজেন্সির শুনানি গ্রহণ করা হবে (তালিকা সংযুক্ত) তাদেরকে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় প্রস্তুতিসহ উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

পবিত্র হজ-২০১৭’র প্রস্তুতি শুরু; হজ অফিস, ঢাকায় কর্মকর্তা ও কর্মচারীদের নিবিড় প্রশিক্ষণ

December 20, 2016

অদ্য ২০/১২/২০১৬ খ্রি: তারিখ মঙ্গলবার সকাল ১১ টায় হজ অফিস, ঢাকায় হজ-২০১৭’র প্রস্তুতির অংশ হিসেবে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজ অফিস ও হজ কল সেন্টারের ৫০ জন কর্মকর্তা ও কর্মচারীকে ই-হজ সিস্টেমের সঙ্গে সমন্বয় এবং হজে গমেনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রিন্সিপাল মতিউর রহমান প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন । প্রশিক্ষণের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মো: আব্দুল জলিল । এছাড়াও বক্তব্য উপস্থাপন করেন বিজনেস অটোমেশন লি: এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকতারা, জনাব জাহিদুল হাসান ও পরিচালক, হজ অফিস, ঢাকা, ড. মো: আবুল কালাম আজাদ । মাননীয় মন্ত্রী মহোদয় সকলকে গুরুত্বসহকারে প্রশিক্ষণ গ্রহণের জন্য পরামর্শ দেন এবং আগামী ১৫ জানুয়ারি, ২০১৭ খ্রি: তারিখ হতে পবিত্র হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন শুরুর ঘোষণা দেন । প্রশিক্ষণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জনাব জাকির আহমেদ, যুগ্মসচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ।

2

২০১৭ খ্রি./১৪৩৮ হিজরী সনের হজ কার্যক্রমে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের অর্থ হজ এজেন্টদের নিকট হতে সংগ্রহের লক্ষ্যে কার্যক্রমে অংশগ্রহণ।

December 18, 2016

উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৭ খ্রি./১৪৩৮ হিজরী সনের হজ কার্যক্রমে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধন  ও নিবন্ধন ফি এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রাক-নিবন্ধনের অর্থ হজ এজেন্টদের নিকট হতে সংগ্রহের লক্ষ্যে কার্যক্রম পরিচালনার জন্য আপনার ব্যাংক ইচ্ছুক কী-না; সে বিষয়ে আগামী ২১.১২.২০১৬ খ্রি. তারিখের মধ্যে এ মন্ত্রণালয়কে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অন্যথায় ধরে নেয়া হবে যে, আপনার ব্যাংক ২০১৭ খ্রি./১৪৩৮ হিজরী সনের হজ কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী নয়।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন