News and Info
বাংলাদেশের হজযাত্রীদের জন্য সিটি চেক-ইন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
হজযাত্রীদের ব্যাগেজ বিজ্ঞপ্তি
সম্মানিত হাজী সাহেবদের জানানো যাচ্ছে যে, এ বছর জেদ্দা থেকে ফিরতি ফ্লাইটে হজযাত্রীদের ব্যাগেজ এয়ারপোর্টে গ্রহণ করা হবে না । বিমান ভাড়ায় ইকোনোমি ক্লাসের যাত্রীদের জন্য সর্বোচ্চ ৪৬ কেজি এবং এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের জন্য সর্বোচ্চ ৫৬ কেজি ( তবে প্রতি পিস এর ওজন ৩০ কেজির বেশি হবে না )
ফ্লাইট ছাড়ার ২৪ ঘন্টা পূর্বে মক্কায় এবং ৩৬ ঘন্টা পূর্বে মদিনায় নিম্ন ঠিকানায় ব্যাগেজ গ্রহণ করা হবে:
মক্কায় যোগাযোগ:
জনাব কাদের আহমেদ, অফিস ইনচার্জ
মোবাইল: ০৫০৭৫০৬২৩৮
১। আজিজিয়া : জনাব আরমান, সুপারভাইজার
মোবাইল: ০৫৩৫৬১৮৪৩১
আব্দুল্লাহ খায়াত রোড।
( আল হারাম অফিস এর পিছনে)।
২। মিসফালাহ: জনাব ফাহাদ, সুপারভাইজার
মোবাইল: ০৫৭০৮৬৬২৬১
ইব্রাহিম খলিল রোড।
( এশিয়ান পলিক্লিনিক এবং আলরাজি ব্যাংক এর সামনে )।
মদিনায় যোগাযোগ:
১। জনাব ইউসুফ, অফিস ইনচার্জ
মোবাইল: ০৫০৯৬৮০৪৮৫
২। জনাব হাসান মালিক, সুপারভাইজার
মোবাইল: ০৫০৯৮০৭১৯৯
আল মোসানিয়া ডিস্ট্রিক্ট গার্লস স্কুল এর নিকটে বাংলাদেশ হজ অফিসের পিছনে।
যদি কোন এজেন্সীর হাজযাত্রীর সংখ্যা ৫০ এর অধিক হয়, তবে হোটেল/বাড়ি হতে সিটি চেক-ইন করার জন্য কার্গো প্রতিষ্ঠানকে পূর্বেই জানাতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
২০১৬ খ্রি. (১৪৩৭ হিজরি) সনে মোট হাজীর সংখ্যা ১৮,৬২,৯০৯ জন
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরবের পরিসংখ্যান অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০১৬ খ্রি. (১৪৩৭ হিজরি) সনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজীর সংখ্যা ১৩,২৫,৩৭২ (তের লক্ষ পঁচিশ হাজার তিনশত বাহাত্তর) জন এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজীর সংখ্যা ৫,৩৭,৫৩৭ (পাঁচ লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত সাইত্রিশ) জন । ২০১৬ খ্রি. (১৪৩৭ হিজরি) সনে সর্বমোট হাজীর সংখ্যা ১৮,৬২,৯০৯(আঠার লক্ষ বাষট্টি হাজার নয়শত নয় ) জন ।
মক্তব/মোয়াল্লেম এ্যাসাইন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কিছু কিছু হজযাত্রীর এজেন্সি কর্তৃক মোয়াল্লেম/মক্তব নাম্বার HMIS এ্যাসাইন না করার ফলে তারা মীনা ও আরাফাতের ময়দানে হারিয়ে গেলে নিদিষ্ট গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না । যে সকল এজেন্সির মক্তব/মোয়াল্লেম এ্যাসাইন করা নাই, তাদেরকে জরুরী ভিত্তিতে মক্তব/মোয়াল্লেম এ্যাসাইন করার জন্য অনুরোধ করা হলো ।
২০১৬(১৪৩৭ হি.) সালের হজ কার্যক্রমের সার্বিক তদারকির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ হজ প্রতিনিধি দল-২০১৬ সৌদি আরব এসে পৌঁছেছেন
২০১৬(১৪৩৭ হি.) সালের সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যাবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকির জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ হজ প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছেন । ০৫-০৯-২০১৬ খ্রি. তারিখ বাংলাদেশ বিমানের বিজি-১০৯৫ ফ্লাইট যোগে ১৪ সদস্যের একটি দল মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে দুপুর ১.২৬ টার সময় জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করেন । এরপর জেদ্দা এয়ারপোর্টস্থ বাংলাদেশ প্লাজায় কিছু সময় অবস্থান করেন এবং হজযাত্রীদের খোজ খবর নেন । তারপর পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে জেদ্দা হজ টার্মিনাল ত্যাগ করেন ।
ওমরাহ্ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয়/হালনাগাদ কাগজপত্রাদি জমাদান প্রসঙ্গে
ওমরাহ্ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয়/হালনাগাদ কাগজপত্রাদি জমাদান সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৬(১৪৩৭ হি.) সালের বাংলাদেশ অংশের কাজ হজ কার্যক্রম সম্পন্ন করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব ও পরিচালক, হজ অফিস সৌদি আরব এসে পৌঁছেছেন
২০১৬ (১৪৩৭ হি.) সালের বাংলাদেশের হজ ব্যাবস্থাপনার কার্যক্রম সম্পন্ন করার পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব সৌদি আরবে পৌঁছেছেন । তিনি ০৬-০৯-২০১৬ খ্রি. তারিখ বাংলাদেশ থেকে আগত সর্বশেষ ফ্লাইট এসভি-৮০৫ যোগে রাত ৯.৩০ টার সময় জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করেন । এ সময় তাহার সাথে ছিলেন হজ অফিসের পরিচালক জনাব ড. আবু সালেহ মোস্তফা কামাল । এরপর জেদ্দা এয়ারপোর্টস্থ বাংলাদেশ প্লাজায় কিছু সময় অবস্থান করেন এবং হজযাত্রীদের খোজ খবর নেন । জেদ্দাস্থ হজ প্লাজায় মৌসুমি সহকারী হজ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন তাদেরকে স্বাগত জানান । তারপর পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে জেদ্দা হজ টার্মিনাল ত্যাগ করেন ।
জেদ্দা হজ টার্মিনাল থেকে বাস যোগে মদিনায় হজযাত্রী সময় শেষ হওয়া প্রসঙ্গে
সংশ্লিষ্ট সকল হজ এজেন্সি ও হজযাত্রীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ্ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশ ও বাংলাদেশ-সৌদি আরব হজ চুক্তি-২০১৬ অনুসারে ৩০/০৮/২০১৬ খ্রি. তারিখ হতে জেদ্দা হজ টার্মিনাল থেকে বাস যোগে হজযাত্রীদের মদিনা গমন বন্ধ করে দেয়া হয়েছে । বর্ণিত অবস্থায়, জেদ্দা হজ টার্মিনাল থেকে বাস যোগে মদিনা গমনের উদ্দেশ্যে কোন হজযাত্রী প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো । নির্দেশ অমান্য করে কোন হজযাত্রী প্রেরণ করা হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্ট এজেন্সিকে বহন করতে হবে । বিষয়টি অতীব জরুরী ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজযাত্রীদের বিমান টিকেট কনফার্মকরণের জন্য জরুরী বিজ্ঞপ্তিঃ
মদিনায় আদিল্লা অফিসের রিপোর্ট তৈরি করণ প্রসঙ্গে
সংশ্লিষ্ট সকল এজেন্সির সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে, স্ব স্ব এজেন্সি থেকে আদিল্লা রিপোর্ট তৈরি ও প্রিন্ট করে মদিনা হজ অফিসে নিয়ে আসতে হবে । যদি প্রিন্ট না করা হয় তাহলে madinahajjit@gmailo.com মেইলে পাঠানো যেতে পারে । এ বিষয়ে বিস্তারিত নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবিমানের টিকেটিং সংক্রান্ত একটি জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সকল হজ্ টিকেটিং এজেন্ট ও ভিসা প্রাপ্ত সম্মানিত হজ যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ বিমানে হজযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে যাবতীয় টিকেটিং কার্যক্রম আগামী ২৯শে আগষ্ট, ২০১৬ বিকাল ৫ ঘটিকার মধ্যে সম্পন্ন করার জন্য বিমান মতিঝিল অফিসে জরুরিভাবে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবিজ্ঞপ্তিঃ ২৮/০৮/২০১৬-খ্রিঃ তারিখের পর রাজকীয় সৌদি দূতাবাস ভিসার জন্য আর কোন পাসপোর্ট গ্রহণ করবেনা বিধায়, সৌদি দূতাবাসের নির্দেশনা অনুযায়ী নুতন কোন ডিও ইস্যু করার অবকাশ নাই ।
হজের ওয়েবসাইট (www.hajj.gov.bd) এ হজযাত্রী অনুসন্ধান করার পদ্ধতি
সকলের সদয় অবগতির জন্য হজযাত্রী অনুসন্ধান করার পদ্ধতি নিম্নে সংযুক্ত আকারে প্রদান করা হলো । হজযাত্রী অনুসন্ধান করার পদ্ধতি ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন