News and Info
২০১৪ সনের বাংলাদেশের সম্মানিত হজ্জযাত্রীদের হজ্জ প্রশিক্ষণ প্রদান।
এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, ২০১৪ সনের (১৪৩৫ হিজরী) বাংলাদেশের সকল সম্মানিত হজ্জযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৬/০৮/২০১৪ হতে ২২/০৮/২০১৪ খ্রিঃ তারিখ পর্যন্ত নিম্ন বর্ণিত কর্মসূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।হজ্জ প্রশিক্ষণ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সকল কর্তৃপক্ষকে নিজ নিজ সুবিধামত কর্মসূচী ও প্রশিক্ষণ মডিউল প্রণয়ন করে সম্মানিত হজ্জযাত্রীদের হজ্জের প্রশিক্ষণ দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হ’ল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জযাত্রীদের ছবি এবং পাসপোর্ট নাম্বার সংযুক্তকরণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ে সকল এজেন্সীকে জানানো যাচ্ছে যে,২০১৪খ্রিঃ/১৪৩৫ হিজরী সালে যে সকল এজেন্সী এখনও HMIS এ হজ্জযাত্রীদের ছবি এবং পাসপোর্ট নাম্বার সংযুক্ত করেননি। তাহাদেরকে অতি সত্ত্বর ছবি এবং পাসপোর্ট নাম্বার সংযুক্ত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।
২০১৪ সালের হজ্জে হজ্জযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রাদি জমাকরণ প্রসঙ্গে।
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে,২০১৪ সালের হজ্জে হজ্জযাত্রীদের ভিসার জন্য নিম্নে উল্লেখিত কাগজপত্রাদি দাখিল করতে হবে। ১. ব্যাংক তালিকার অবিকল হজ্জযাত্রীদের ২ সেট তালিকা (একটি অফসেট পেপারে অন্যটি এজেন্সির প্যাডে), ২. তালিকা পেন ড্রাইভে আনতে হবে, ৩. আন্তর্জাতিক পাসপোর্ট, ৪. হজ্জযাত্রীদের সাথে সম্পাদিত চুক্তিনামা, ৫. তাসরিয়ার ফটোকপি ও হজ্জ মিশনের ছাড়পত্র, ৬. মোয়াল্লেম ফি জমার মূল সার্টিফিকেট, ৭. রেক্সিনের ব্যাগে পাসপোর্ট জমা করতে হবে এবং এক ব্যাগে ২০০টির বেশী রাখা যাবে না। প্রত্যেক হজ্জ এজেন্সির অনুকূলে একটি মাত্র ডিও ইস্যু করা হবে। খন্ডিত কোন ডিও ইস্যু করা হবে না। কোন এজেন্সির প্রতিনিধি সৌদি দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট দাখিল করতে পারবে না। পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্রাদি পরীক্ষা-নিরীক্ষা করে হজ্জ অফিসের মাধ্যমে ভিসার জন্য সৌদি দূতাবাসে প্রেরণ করা হবে। ভিসা প্রাপ্তির পর পাসপোর্ট হজ্জ আফিস হতে সরবরাহ করা হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৪ সালের হজ্জে ৫০টি এজেন্সির মোনাজ্জেমের সৌদি আরব গমন না করা প্রসঙ্গে ।
উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে হজ্জ অফিস,জেদ্দা,সৌদি আরব হতে ২০১৪ সালের হজ্জে সৌদি আরবে ৫০টি এজেন্সির মোনাজ্জেম সৌদি আরব গমন করেননি। এ বিষয়ে তালিকায় বর্ণিত এজেন্সির মোনাজ্জেমদের আগামী ১৬/০৮/২০১৪ খ্রি: তারিখের মধ্যে আবশ্যিকভাবে সৌদি আরব গমন করতে হবে । যথাসময়ে মোনাজ্জেমদের সৌদি আরব গমন না করায় এসকল এজেন্সির হজ্জযাত্রী হজ্জে যেতে সমস্যা সৃষ্টি হলে তার দায়-দায়িত্ব সংশ্লিষ্ট হজ্জ এজেন্টকে বহন করতে হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনIVR এবং SMS এর মাধ্যমে হজ্জযাত্রীদের বিভিন্ন সেবা প্রদান প্রসঙ্গে
হজ্জ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী জানার জন্য গ্রামীণফোন / বাংলালিংক / রবি / সিটিসেল মোবাইল থেকে ১৬২২০ নম্বরে ডায়াল করুন। এছাড়াও SMS–এর মাধ্যমে হজ্জযাত্রী এবং তাদের স্বজনেরা সর্বশেষ বিভিন্ন তথ্য সম্বন্ধে জানতে পারবেন।
SMS-এর মাধ্যমে তথ্য পাওয়ার জন্য নিম্নলিখিত নিয়ম অনুসরণ করুন:
Contact | Space | PID/Passport No. | Space | Sent to 16220 |
Contact 9900001 Send to 16220 | ||||
Help | Space | PID/Passport No. | Space | Sent to 16220 |
Help 9900001 Send to 16220 | ||||
Status | Space | PID/Passport No. | Space | Sent to 16220 |
Status 9900001 Send to 16220 | ||||
Flight | Space | PID/Passport No. | Space | Sent to 16220 |
Flight 9900001 Send to 16220 |
২০১৪খ্রিঃ/১৪৩৫হিজরী সনের হজ্জ মৌসুমে সৌদি আরবে হজ্জ চিকিৎসক দল (সংশোধিত) প্রেরণ
২০১৪খ্রিঃ/১৪৩৫হিজরী সনের হজ্জ মৌসুমে সৌদি আরবে অসুস্থ্য বাংলাদেশী হজ্জযাত্রীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য চিকিৎসক, ফার্মাসিষ্ট, নার্স/ব্রাদার ও সহায়তাকারীর সমন্বয়ে ১৮১ (একশত একাশি) সদস্য বিশিষ্ট হজ্জ চিকিৎসক দল-২০১৪খ্রিঃ/১৪৩৫হিজরী সৌদি আরবে প্রেরণ করা হবে। হজ্জ চিকিৎসক দলের সদস্যগণ পর্যায়ক্রমে ১ম, ২য় ও ৩য় পর্যায়ে তাঁদের নামের বিপরীতে উল্লিখিত তারিখ অনুযায়ী বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে সৌদি আরব গমনাগমন করবেন এবং দায়িত্ব পালন শেষে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জযাত্রীদের ভিসা লজমেন্ট করার জন্য ইউজার ও পাসওয়ার্ড সংগ্রহ প্রসঙ্গে
২০১৪ সালের হজ্জযাত্রীদের ভিসা লজমেন্ট কার্যক্রমের জন্য সৌদি দূতাবাস থেকে প্রত্যেক এজেন্সীকে ইউজার ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। এই জন্য নির্দিষ্ট ফরমে (ফরমটি ডাউনলোড করুন) সম্পুর্ন তথ্য পুরণ পূর্বক (মোবাইল ও ই-মেইল আবশ্যক) হজ্জ অফিসে জমা দিতে হবে। সকল এজেন্ট সমূহকে অতি দ্রুত ফরমটি পূরণ করে স্ব-স্ব এজেন্সীর অফিসিয়াল প্যাডে সৌদি দূতাবাস কাউন্সিলর বরাবর আরবী দরখাস্থ সহ হজ্জ অফিসে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৪খ্রিঃ/১৪৩৫ হিজরী সালের হজ্জযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৪ সালে হজ্জে গমনেচ্ছুদের স্বাস্থ্য পরীক্ষা ০৫ আগস্ট ২০১৪ইং হতে উল্লেখিত প্রতিষ্ঠান/স্থানে স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিন প্রদান করা হবে। ঢাকা জেলা ও মহানগরীর হজ্জযাত্রীদের জন্য: (১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল,ঢাকা, (২) স্যার সলিমূল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতাল, ঢাকা,(৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা, (৪) সরকারী কর্মচারী হাসপাতাল, ঢাকা,(৫) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা,(৬) ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল,মুগদা,ঢাকা,(৭) বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা।অন্যান্য সকল জেলার হজ্জযাত্রীদের জন্য: (১) বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, (২) জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়। উল্লিখিত কেন্দ্রসমূহে হজ্জযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষান্তে ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা নিয়ে স্বাস্থ্যসনদ সংগ্রহ করতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনসৌদি আরবে ব্যাংক হিসাব খোলার জন্য তথ্য অবহিত করণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, সৌদি আরবের স্থানীয় ব্যাংকে হিসাব খোলার জন্যে হজ্জ এজেন্সীর মালিক/প্রতিনিধির বাংলাদেশের ব্যাংক হিসাব নম্বর, ব্যাংকের নাম এবং সংশ্লিষ্ট ব্যাংকের আইবিএএন(IBAN) নম্বর অবশ্যই জেনে সৌদি আরবে আসতে হবে। উক্ত তিনটি তথ্য ছাড়া অনলাইন সিস্টেমে ব্যাংক হিসাব খোলার জন্য আবেদন করা যাবে না। তাই সকল এজেন্সীর প্রতিনিধিকে (মোনাজ্জেম) অবশ্যই উক্ত তিনটি তথ্য জেনে আসতে হবে এবং সৌদি আরব আগমণের পর বাংলাদেশ হজ্জ অফিসকে নির্ধারিত ছকে লিখিত ভাবে অবহিত করতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজ্জ এজেন্সীর তথ্য ও সৌদি আরবের সচল মোবাইল নম্বর প্রেরণ প্রসঙ্গে
উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, হজ্জ ২০১৪ খ্রি: (১৪৩৫ হি:) তে বাংলাদেশ হতে হজ্জযাএী প্রেরণকারী এজেন্সীর মধ্যে নিম্নে উল্লেখিত (ডাউনলোড করে দেখুন) এজেন্সীর সমূহের তথ্য ও সৌদি আরবের সচল মোবাইল নম্বর জরুরী ভিত্তিতে সৌদি আরবস্থ বাংলাদেশ হজ্জ অফিসে অথবা info@hajj.gov.bd তে প্রেরণ করার জন্য বিশেষ অনুরোধ করা হল।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারী এজেন্সী সমুহের অনলাইন (সৌদি হজ্জ মন্ত্রণালয়) রেজিস্ট্রেশন পদ্ধতির পরিবর্তন প্রসংগে ।
হজ্জ ২০১৪ সালে বেসরকারী এজেন্সীসমুহের সৌদি হজ্জ মন্ত্রণালয়ের অনলাইন রেজিস্ট্রেশন পদ্ধতির পরিবর্তন করা হয়েছে । এ বছর হতে প্রত্যেক হজ্জ এজেন্টকে সৌদি হজ্জ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য নির্ধারিত পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। পাসওয়ার্ড সংগ্রহ করার পর এজেন্সী তার রেজিস্ট্রেশনের জন্য সৌদি হজ্জ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে নিজস্ব ডাটা এন্ট্রি করবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর মোয়াচ্ছাছা হতে মোনাজ্জেম কার্ড সংগ্রহ করে ব্যাংক একাউন্ট খোলার জন্য আবেদন করতে হবে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনবেসরকারী এজেন্সী সমুহের অনলাইন (ই-সার্ভিস,সৌদি আরব ) রেজিস্ট্রেশন বিষয়ক সকল মোনাজ্জেম গণের প্রশিক্ষণ প্রসংগে ।
হজ্জ ২০১৪ সাল হতে প্রত্যেক হজ্জ এজেন্টকে সৌদি হজ্জ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে অনলাইনে রেজিস্ট্রেশন (E-Services) করতে হবে। এই বিষয়ে হাব এবং বিজনেস অটোমেশন লিঃ যৌথ ভাবে আশকোনাস্থ হজ্জ অফিসে আগামী ০১.০৮.২০১৪ খ্রিঃ থেকে ০৩-০৮-২০১৪খ্রিঃ সকাল ১১.০০ থেকে শুরু হয়ে বিকাল ৫.০০ টা পর্যন্ত প্রতি এক ঘন্টা পর পর “সৌদি আরবে গমনের পর (E-Services) এর জন্য করনীয়” বিষয়ে প্রশিক্ষন অনুষ্ঠিত হবে। উক্ত বিষয়ে প্রশিক্ষন নিতে আগ্রহীদেরকে ০১৯২৯৯৯৪৫৫৫ মোবাইল নাম্বারে কল করে উপস্থিতি নিশ্চত করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন