একটি অতি জরুরী বিজ্ঞপ্তি।
গতকাল মধ্যরাত হতে সৌদি ই-হজ সিস্টেমে লগইন করা যাচ্ছে না। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মিশন কর্মকর্তাদের ইহজ একাউন্ট এর ক্ষেত্রেও ইউজার এক্সপায়ার্ড দেখাচ্ছে। বিষয়টি নিয়ে ইহজে মেইল প্রেরণ করা হয়েছে। ই হজ হতে একটি মেইল প্রেরণ করে জানানো হয়েছে যে কেউ যেন কোন লিংক বা কোন কিছু তার মেইলে পেলে বা কোন কিছু ডাউনলোড করার জন্য নির্দেশনা এলে তা যেন যথাযথভাবে ভেরিফাই না করে লিঙ্কে প্রবেশ বা কোন কিছু ডাউনলোড না করা হয়। এরূপ কোন মেইল বা ডাউনলোড যোগ্য কোন লিংক পাওয়া মাত্রই যদি তা সন্দেহজনক মনে হয় তবে অবশ্যই ই হজ কে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন।
বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি।