hms_logo

  • English
  • বাংলা

হিজরি ১৪৪৪/২০২৩ খ্রিস্টাব্দ সনের সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদান

আজ ০২ মে, ২০২৩ খ্রি. তারিখে হিজরি ১৪৪৪/২০২৩ খ্রিস্টাব্দ সনের সরকারি ব্যবস্থাপনার ৯১৭ জন হজযাত্রীকে দিনব্যাপী ২টি সেশনে হজ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা হয়। হজ ব্যবস্থাপনা ও হজযাত্রীদের করণীয় বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) জনাব মো. মতিউল ইসলাম। সুষ্ঠুভাবে হজ পালনে হজযাত্রীদের করণীয় সম্পর্কে পরামর্শ প্রদান করেন জনাব মো. সাইফুল ইসলাম, পরিচালক (যুগ্ম সচিব), হজ অফিস, ঢাকা। হজযাত্রীদের হজের আহকাম ও আরকান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন বায়তুল মোকাররম মসজিদ-এর সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিগণ হজযাত্রীদের স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ ও দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও উক্ত প্রশিক্ষণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।