২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের অনলাইনে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির শুভ উদ্ভোধন
২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের অনলাইনে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি শুরু হয়েছে। ২১.০১.২০১৫খ্রিঃ তারিখ দুপুর ১২.০০ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সরকারী ব্যবস্থাপনার একজন হজ্জযাত্রীর তথ্য হজ্জ ম্যানেজমেন্ট পোর্টালে এন্ট্রির মাধ্যমে শুভ উদ্ভোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব চৌধুরী মোঃ বাবুল হাসান এবং যুগ্ন সচিব (হজ্জ) জনাব হাসান জাহাঙ্গীর আলম। বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির User ও password সংগ্রহ ও যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন ০১৯২৯৯৯৪৫৫৫, ০১৯২১৪৬৭৭৯৮ ও ০১৬২২৬৮১৭১৯ নাম্বারে ।