২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি।
এতদ্বারা সকল হজ্জ এজেন্টদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৫খ্রিঃ/১৪৩৬ হিজরী সনের অনলাইনে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি ২১.০১.২০১৫খ্রিঃ থেকে শুরু হয়েছে । অদ্য ১৯/০২/২০১৫ ইং তারিখ সকাল ৯.০০ ঘটিকা পর্যন্ত ৭৭৬ টি হজ্জ এজেন্সী ৭৩৪৫০ জন হজ্জযাত্রীর তথ্য ইতিমধ্যে হজ্জ ম্যানেজমেন্ট সিস্টেমে এন্ট্রি করেছেন। যে সকল হজ্জ এজেন্ট ভূলক্রমে অতিরিক্ত হজ্জযাত্রীর নাম এন্ট্রি করেছেন তাদেরকে অতিরিক্ত এন্ট্রি বাতিল করার জন্য পরিচালক,হজ্জ অফিস,ঢাকার বরাবরে আগামী ২৩/০২/২০১৫ খ্রি: তারিখের মধ্যে ই-মেইল এ (info@hajj.gov.bd) আবেদন করতে হবে । ২০১৫ সালে বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা ৯১,৭৫৮(একানব্বই হাজার সাতশত আটান্ন) জন। কোঠা পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত “আগে আসলে আগে পাবেন” ভিত্তিতে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি সম্পূর্ন করতে পারবেন। বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা পরিপূর্ণ হয়ে গেলে হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রি বন্ধ হয়ে যাবে। সরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের কোঠা ফাঁকা থাকলে আলোচনা সাপেক্ষ্যে বেসরকারী ব্যবস্থাপনার হজ্জযাত্রীদের ডাটা এন্ট্রির অনূমোদন প্রদান করা হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন