hms_logo

  • English
  • বাংলা

Pilgrim News

 হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:

সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার  প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।

প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।

প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে  জন্ম  নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
  • মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
  • সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:

  • ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
  • জেলা প্রশাসকের কার্যালয়
  • ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
  • পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা

এর যেকোনো এক জায়গা থেকে  হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।

ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:

প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম,  পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।

হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত  তথ্য ।

ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা),  বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)

ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।

জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।

হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)।  নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট  হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।

হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ  প্রাক্-নিবন্ধন করুন ।

প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।

প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে

প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার  মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।

১৮ বছরের নিচে বয়স যাদের

১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।


হাজীরা এখন মিনা অভিমুখি

October 2, 2014

আজ থেকে শুরু হচ্ছে মিনা অভিমুখে হাজিদের যাত্রা, সৌদি আরবে হজ্জের জন্য আগত সকল মুসলমান এখন রওনা দিচ্ছে মিনার দিকে। আগামী কাল সারাদিন এবং রাত মিনায় অবস্থান করে ফজর নামাজের পর রওয়ানা দিবে আরাফাতের উদ্দেশ্য, আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করে মাগরিবের আগে রওনা হয়ে মুযদালিফায় রাত্রিযাপন করে আবার ফিরে আসবে মিনার তাঁবুতে এবং জামারাতে কংকর নিক্ষেপ করবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিনা ও আরাফার ম্যাপ বিতরণ উদ্ভোধন করলেন

September 29, 2014

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ মতিউর রহমান আজ মক্কা হজ্জ অফিসে হজ্জ আইটি কর্তৃক প্রস্তুতকৃত বাংলাদেশী হজ্জযাত্রীদের তাঁবু চিহ্নিত মিনা ও আরাফার ম্যাপ বিতরণ উদ্বোধন করেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ মতিউর রহমান মক্কা পৌঁছেছেন

September 27, 2014

বাংলাদেশের হজ্জ ব্যবস্থাপণাকে আরো বেগবান করার লক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ মতিউর রহমান আজ মক্কা পৌঁছেছেন। তিনি সকাল ১০:১২ টায় বিজি ৫০৮৭ যোগে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করেন। এসময় পরিচালক হজ্জ, মন্ত্রীমহোদয়ের পিএস এবং পিএ সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন।

সরকার কর্তৃক মনোনীত নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ১৪৩৫ হিজরী/২০১৪খ্রিঃ খিঃ সনে পবিত্র হজ্জব্রত পালনের লক্ষ্যে সৌদি আরব প্রেরণ প্রসঙ্গে।

September 11, 2014

জাতীয় হজ্জ ও ওমরাহ নীতি ১৪৩৫হিজরী/২০১৪খ্রিঃ এর অনুচ্ছেদ ৯.৫.১ মোতাবেক ২০১৪(১৪৩৫ হিঃ) সনে সরকারকর্তৃক মনোনীত নির্দিষ্ট সংখ্যক জন ধর্মপ্রাণ মুসলমানকে কর্তৃকঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মুল্যে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরবপ্রেরণে সরকারী সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

ভিসা সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তিঃ

September 16, 2014

এত দ্বারা সকল হজ্জ এজেন্সীদের দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে যে, যারা ভিসা লজমেন্ট করেছেন কিন্তু কারিগরী ত্র“টির জন্য এখনও ভিসা পাননি, তারা অবশ্যই অদ্য (১৬ই সেপ্টম্বর, ২০১৪) সন্ধ্যা ৬ টার মধ্যে নিম্নোক্ত ছকে পূরণ করে info@hajj.gov.bd এ প্রেরণ করবেন।

হজ্জযাত্রীর আইডি পাসপোর্ট নম্বর ভিসালজমেন্ট তারিখ অপারেটরের নাম কারন

হজ্জযাত্রীদের পাসপোর্টে বাসের টিকেট ও স্টীকার সংযুক্তকরণ প্রসঙ্গে

September 11, 2014

উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ হতে হজ্জযাত্রীদের পাসপোর্টে ইউনাইটেড এজেন্টস অফিস হতে সরবরাহকৃত বাসের টিকেট ও স্টীকার সংযুক্ত করে আসার জন্য সকল এজেন্সীর মোনাজ্জেমকে অনুরোধ করা হয়েছিল এবং হজ্জযাত্রীদের বাসের টিকেট ও স্টীকার বাংলাদেশ হজ্জ অফিস মক্কা হতে সরবরাহ করা হয়েছিল। কিন্তু প্রতিদিন অনেক যাত্রী বাসের টিকেট ও স্টীকার ছাড়া বিমান বন্দরে আগমন করেন। ফলে তাদেরকে নিয়ে বিমান বন্দর কর্তৃপক্ষসহ বাংলাদেশ হজ্জ অফিসকে নানাবিধ সমস্যায় পড়তে হয়। গতকালকে ৬৫ (পঁয়ষট্টি) জন হজ্জযাত্রী টিকেট ছাড়া সৌদি আরবে আগমন করেছেন। টিকেট ছাড়া আগমন করলে তাদেরকে নগদ ১০৮৯.০০ সৌ:রি: এ টিকেট ক্রয় করতে হয় এবং এক্ষেত্রে বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে বের হতে দীর্ঘ সময় লাগে। এ বিষয়ে বিমান বন্দর কর্তৃপক্ষ ও ইউনাইটেড এজেন্স অফিস বাংলাদেশ হজ্জ অফিসকে জরুরী পত্র প্রেরণ করেছেন এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন ও অধিক পরিমাণ জরিমানা আদায়ের জন্য বলেছেন।

এমতাবস্থায় সকল হজ্জযাত্রীর পাসপোর্টে বাসের টিকেট ও স্টীকার সংযুক্ত নিশ্চিতকরণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

১২/০৯/২০১৪ খ্রিঃ এর মধ্যে বাড়ী ভাড়া চুক্তি সম্পাদন সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বারকোড সংগ্রহ প্রসঙ্গে

September 11, 2014

নিম্ন বর্ণিত এজেন্সীর প্রতিনিধি (মোনাজ্জেম) এর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/০৯/২০১৪ খ্রিঃ এর মধ্যে বাড়ী ভাড়া চুক্তি সম্পাদন সহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করে বারকোড সংগ্রহ করে দেশে গিয়ে হজ্জযাত্রীদের ভিসা প্রসেস করে সৌদি আরবে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে সকল কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হলে উক্ত এজেন্সীর হজ্জ যাত্রীদের সৌদি আরবে আগমন অনিশ্চিত হয়ে পড়বে ফলে হজ্জযাত্রীরা হজ্জব্রত পালন করতে সক্ষম হবেন না। এ ক্ষেত্রে সকল প্রকার দায় দায়িত্ব এজেন্সীকে বহন করতে হবে।

 

  1. Al-Risan Travel Agency H.L 672
  2. Nazat Travels Tours H.L 1074
  3. Prime Air International H.L 1105
  4. Shatkhira Travels Tours H.L 1186
  5. Sundarban Air Express H.L 1242
  6. Sunrise Air International H.L 1246
  7. Sabik Tours & Travels H.L 1384
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

First batch of Hajj pilgrims from Bangladesh arrived in Saudi Arabia

August 27, 2014

পরম করুনাময় আল্লাহর অশেষ রহমতে হজ্জ ২০১৪ এর বাংলাদেশের প্রথম হজ্জ ফ্লাইট BG 1011আজ বুধবার ২৭ আগষ্ট, ২০১৪ ইং সৌদি সময় সকাল ১০ টা ৪০ মিনিটে সৌদি আরবের জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে (হজ্জ টার্মিনাল) অবতরণ করেছে। এ সময় সেীদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, জেদ্দাস্থ কনসাল জেনারেল ও কাউন্সিলর লেবার এবং মক্কাস্থ কাউন্সিলর হ্জ্জ প্রমুখ কর্মকর্তাবৃন্দ আগত হজ্জযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান।

সৌদি আরব পৌছেছে হ্জ্ব প্রশাসনিক, মেডিকেল এবং আইটি টিম

August 27, 2014

আজ ২৬ আগষ্ট হজ্জ প্রশাসনিক দলের প্রথম পর্যায়ের সদস্যগণ, মেডিকেল এবং আইটি টিমের সদস্যগণ বিজি-০৩৫ বিমানযোগে ভোর রাত ৩:৪৫ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ বিমান বন্দরে অবতরণ করেন এবং মক্কাস্থ হজ্জ অফিসে রিপোর্ট করেন। রাত ৯:৩০ মিনিটে সৌদি আরবে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূতের সভাপতিত্বে বাংলাদেশ হজ্জ অফিস মক্কার সভাকক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় আগত সকল টিমের সদস্যগণকে স্বাগত জানিয়ে আসন্ন হজ্জ ব্যবস্থাপনা সুষ্টভাবে সম্পন্ন করার লক্ষে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

নতুন পদ্ধতিতে ভিসা আবেদনের প্রক্রিয়াঃ

August 25, 2014

VISA-LODGMENT-_PROCESS-FLOW

হজ্জযাত্রীর পাসপোর্টে স্টীকার এবং বাসের টিকেট সংযুক্তকরণ প্রসেঙ্গ।

August 25, 2014

উপর্যুক্ত বিষয় জানানো যাচ্ছে যে, এ বছর নতুন নিয়মে সকল হজ্জ এসেন্সির হজ্জযাত্রীদের বাসের টিকেট এবং স্টীকার স্ব-স্ব দেশ হতে পাসপোর্টে সংযুক্ত করতে হবে। কোন হজ্জযাত্রী স্টীকার এবং বাসের টিকেট ব্যতীত অবতরণ করলে নগদ মূল্য পরিশোধ করে স্টীকার ও বাসের টিকেট সংগ্রহ করতে হবে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৪ সনের (১৪৩৫ হিজরী) সরকারী ব্যাবস্থাপনায় গমনেচ্ছু হজ্জযাত্রীদের ফ্লাইট সিডিউল প্রসঙ্গে।

August 20, 2014

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ২০১৪ সনের (১৪৩৫ হিজরী) সরকারী ব্যাবস্থাপনায় যে সকল হজ্জযাত্রীদের পবিত্র হজ্জব্রত পালন করার জন্য সৌদি আরব গমন করবেন তাহাদের ফ্লাইট সিডিউল নিম্নে (ডাউনলোড করুন) প্রদান করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন