hms_logo

  • English
  • বাংলা

Pilgrim News

 হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:

সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার  প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।

প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।

প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে  জন্ম  নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
  • মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
  • সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:

  • ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
  • জেলা প্রশাসকের কার্যালয়
  • ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
  • পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা

এর যেকোনো এক জায়গা থেকে  হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।

ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:

প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম,  পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।

হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত  তথ্য ।

ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা),  বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)

ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।

জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।

হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)।  নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট  হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।

হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ  প্রাক্-নিবন্ধন করুন ।

প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।

প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে

প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার  মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।

১৮ বছরের নিচে বয়স যাদের

১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।


সরকার কর্তৃক মনোনীত নির্দিষ্ট সংখ্যক ধর্মপ্রাণ মুসলমানকে ১৪৩৫ হিজরী/২০১৪খ্রিঃ খিঃ সনে পবিত্র হজ্জব্রত পালনের লক্ষ্যে সৌদি আরব প্রেরণ প্রসঙ্গে।

August 21, 2014

জাতীয় হজ্জ ও ওমরাহ নীতি ১৪৩৫ হিজরী/২০১৪খ্রিঃ এর অনুচ্ছেদ ৯.৫.১ মোতাবেক ২০১৪(১৪৩৫ হিঃ) সনে সরকার কর্তৃক মনোনীত নিম্নোক্ত ১২৫ (একশত পঁচিশ) জন ধর্মপ্রাণ মুসলমানকে কর্তৃক ঘোষিত সর্বনিম্ন প্যাকেজ মুল্যে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে সৌদি আরব প্রেরণে সরকারী সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ্জ প্রতিনিধি দল-১৪৩৫ হিজরী/২০১৪ খ্রিঃ গঠন প্রসঙ্গে।

August 21, 2014

১৪৩৫ হিজরী/২০১৪খ্রিঃ সনে হজ্জ মৌসুমে সৌদি আরবে হজ্জ ব্যবস্থাপনা কাজে প্রয়োজনীয় সহায়তাদানের জন্য নিম্নোক্তভাবে ১০ (দশ) সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল-২০১৪ সৌদি আরব প্রেরণে সরকারী সম্মতি জ্ঞাপন করা। সম্মানিত সদস্যবৃন্দ তাদের নামের বিপরীতে বর্ণিত তারিখ বিমানের ফ্লাইট প্রাপ্তি সাপেক্ষে সৌদি আরব গমণ ও বাংলাদেশ প্রত্যাবর্তন করবেন।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

IVR এবং SMS এর মাধ্যমে হজ্জযাত্রীদের বিভিন্ন সেবা প্রদান প্রসঙ্গে

August 4, 2014

sms_rules
হজ্জ সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলী ও গুরুত্বপূর্ণ নির্দেশাবলী জানার জন্য গ্রামীণফোন / বাংলালিংক / রবি / সিটিসেল মোবাইল থেকে ১৬২২০ নম্বরে ডায়াল করুন। এছাড়াও SMS–এর মাধ্যমে হজ্জযাত্রী এবং তাদের স্বজনেরা সর্বশেষ বিভিন্ন তথ্য সম্বন্ধে জানতে পারবেন।

SMS-এর মাধ্যমে তথ্য পাওয়ার জন্য নিম্নলিখিত নিয়ম অনুসরণ করুন:

Contact Space PID/Passport No. Space Sent to 16220
Contact 9900001 Send to 16220
Help Space PID/Passport No. Space Sent to 16220
Help 9900001 Send to 16220
Status Space PID/Passport No. Space Sent to 16220
Status 9900001 Send to 16220
Flight Space PID/Passport No. Space Sent to 16220
Flight 9900001 Send to 16220

ইউনাইটেড এজেন্ট অফিস কর্তৃক প্রদত্ত হজ্জযাত্রীদের বাসের টিকেট পাসপোর্টে সংযুক্তকরণ প্রসঙ্গে

July 6, 2014

উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ হজ্জ অফিস,জেদ্দা  হতে প্রাপ্ত পত্রখানা এইসাথে সংযুক্ত করা হল । উক্ত পত্রে বাংলাদেশ হতে গমনকারী প্রত্যেক হজ্জযাত্রীর মক্কা,মদিনা,জেদ্দা এবং মাশায়ের আল-মুকাদ্দাসায় যাতায়াতের জন্য বাসের টিকেট ইউনাইটেড অফিস কর্তৃপক্ষ হজ্জ অফিস,মক্কার নিকট হস্তান্তর করবে । উক্ত টিকেট ঢাকা হজ্জ অফিস হতে হজ্জযাত্রীদের পাসপোর্টে সংযুক্ত করে দিতে হবে।  বাংলাদেশ হতে বাসের টিকেট অবশ্যই নিতে হবে । অন্যথায় সৌদি আরবে প্রবেশ করা সম্ভব হবে না ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

মিনি ট্রাভেলস এন্ড ট্যুরস, হজ্জ্ লাইসেন্স নং-৫২৬ এর মোয়াল্লেম ফি জমাকরণ প্রসঙ্গে।

June 12, 2014

জনাব মোঃ মশিউর রহমান, স্বত্বাধিকারী, মিনি ট্রাভেলস এন্ড ট্যুরস, হজ্জ লাইসেন্স নম্বর -৫২৬,৬৬/এ, পুরানা পল্টন (৩য় তলা) ভি, আই,পি রোড….

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

রাজকীয় সৌদি সরকার কর্তৃক ৪১ টি এজেন্সীকে শাস্তি প্রদান

June 2, 2014

রাজকীয় সৌদি  সরকার কর্তৃক হজ্জ ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত মানব পাচার ও অন্যান অসদাচারনের জন্য ৪১ টি এজেন্সীকে শাস্তি স্বরুপ হজ্জ ২০১৪ এ হজ্জ যাত্রী পরিবহনে নিষেধজ্ঞা জারি করা হয়েছে।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন