Pilgrim News
হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:
সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭ নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।
প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।
প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:
- জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
- মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
- সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।
যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:
- ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
- জেলা প্রশাসকের কার্যালয়
- ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
- পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা
এর যেকোনো এক জায়গা থেকে হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।
ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:
প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম, পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।
হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত তথ্য ।
ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।
(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)
ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।
জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।
হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)। নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।
হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন করুন ।
প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।
প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে
প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।
১৮ বছরের নিচে বয়স যাদের
১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।
১২০টি হজ এজেন্সীর ১২০জন মালিক/প্রতিনিধির হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ
আজ ১৪/০১/২০১৭ তারিখ শনিবার সকাল ০৯:৩০-১২:০০-টা, দুপুর ০২:০০-৪:৩০-টা ও বিকেল ০৫:০০-০৭:৩০-টা পর্যন্ত ৩ শিফটে ১২০টি হজ এজেন্সীর ১২০ জন মালিক/প্রতিনিধি কে হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধনের পদ্ধতি ও কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ফলপ্রসু ও কার্যকর করার জন্য প্রতি শিফটে ৪০ জন করে প্রশিক্ষণার্থীর অংশ গ্রহণ নিশ্চিত করা হয়। এ প্রশিক্ষণ ২১ জানুয়ারি, ২০১৭ খ্রি. তারিখ পর্যন্ত চলবে। যদি কোন এজেন্সীর মালিক/প্রতিনিধি অনিবার্য কারণে নির্ধারিত তারিখের প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে না পারেন, তবে তিনি পরবর্তী যেকোন স্লটে খালী আসনের বিপরীতে আবেদন করতে পারবেন।প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, বিজনেস অটোমেশন লি: এর জনাব মোঃ সিরাজুল ইসলাম ও কবীর আল্-মামুন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন সংক্রান্ত
১৫ই জানুয়ারি, ২০১৭ সন হতে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন শুরু হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুগণ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি), জেলা প্রশাসকের কার্যালয়, ইসলামিক ফাউন্ডেশন অফিস ও ঢাকা হজ অফিস হতে প্রাক-নিবন্ধনের ডাটা এন্ট্রি সম্পন্ন করে ভাউচার গ্রহণ করবেন এবং ব্যাংকে টাকা পরিশোধের পর ব্যাংক থেকে সিরিয়াল নম্বরসহ প্রাক-নিবন্ধন সনদ পাবেন।
ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) ইউজারগণ এটুআই এর ই-সেবা (DCMS) সিস্টেমের মাধ্যমে লগইন করে কাজ করতে পারবেন। ২০১৬ সালের জেলা প্রশাসকের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন অফিসের সক্রিয় ইউজারগণ পূর্বের ইউজার দিয়েই প্রাক-নিবন্ধন কাজ করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় ও ইসলামিক ফাউন্ডেশন অফিসের নতুন ইউজারগণ প্রাক-নিবন্ধন সার্ভারে তাদের ইউজার রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরই প্রাক-নিবন্ধন কাজ করতে পারবেন। প্রয়োজনে হজের জন্য কল সেন্টার নম্বরে (০৯৬০২৬৬৬৭০৭) ফোন করে এব্যাপারে সহযোগিতা গ্রহণ করতে পারবেন।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন সার্ভার সরকারি কার্যদিবসে সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। ব্যাংকের সার্ভার সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ টা পর্যন্ত খোলা থাকবে।
যে সকল ইউজাররা প্রাক-নিবন্ধনের ডাটা এন্ট্রি করবেন, নির্ভুলভাবে ডাটা এন্ট্রির জন্য তারা সংযুক্ত ফরমটি ব্যবহার করতে পারেন।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন উদ্বোধন
আজ ১৫ জানুয়ারি রবিবার বিকেল ৩ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের প্রাক্-নিবন্ধন উদ্বোধন করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রিন্সিপাল মতিউর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রণালয়ের মাননীয় সচিব, জনাব মো: আব্দুল জলিল। মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তাবৃন্দ, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)’র মাননীয় সভাপতি ও মহাসচিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। ধর্ম বিষয়ক মন্ত্রণায় নিয়োজিত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন লি: প্রাক্-নিবন্ধনের দায়িত্ব পালন করছে। বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মালিক /প্রতিনিধিদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরেই প্রাক্-নিবন্ধন শুরু হবে।
সরকারী ভাবে হজে গমনেচ্ছুদের প্রাক নিবন্ধনের জন্য তথ্য ফরম
নির্ভুলভাবে প্রাক-নিবন্ধনের লক্ষ্যে সরকারিভাবে হজে গমনেচ্ছুদের এই ফরমটি ডাউনলোড করে সকল তথ্য পূরণ পূর্বক সংশ্লিষ্ট ডেস্কে জমা প্রদান করে প্রাক নিবন্ধন করার জন্য অনুরোধ করা হলো । সরকারিভাবে যারা প্রাক-নিবন্ধন কাজটি করবেন, তাঁদেরকে সঠিকভাবে তথ্য পূরণের নিমিত্তে সরকারিভাবে হজে গমনেচ্ছুদের হতে ফরমটি পূরণ করে নেবার পরামর্শ দেয়া হল ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনহজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধনে ব্যাংকের করণীয় সম্পর্কে প্রশিক্ষণ
হজযাত্রীদের প্রাক্-নিবন্ধন ও নিবন্ধন প্রক্রিয়ায় ফি ও জামানত গ্রহণ অনলাইনে নিশ্চিত করার ক্ষেত্রে ব্যাংকের দায়িত্ব ও কর্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে প্রত্যেক ব্যাংক হতে দুই (০২) জন আইটি জ্ঞানসম্পন্ন কর্মকর্তাকে আগামী ২৬ অথবা ২৭ ডিসেম্বর ২০১৬ খ্রি. তারিখ সকাল ১০:০০টায় অথবা বিকাল ০৩:০০টায় বিজনেস অটোমেশন লি., বিডিবিএল ভবন (৯ম তলা), ১২, কাওরান বাজার ঢাকায় প্রশিক্ষকদের প্রশিক্ষণ (TOT) প্রদান করা হবে। স্ব-স্ব ব্যাংক প্রশিক্ষণে অংশ গ্রহণ নিশ্চিত করতে হজের ওয়েবসাইট www.hajj.gov.bd তে প্রবেশ করে প্রাক্-নিবন্ধন মেনুতে ক্লিক করে প্রশিক্ষণ সার্ভার হতে প্রশিক্ষণের জন্য নিম্মোক্ত সূচিতে রেজিস্ট্রেশন করার অনুরোধ করা হচ্ছে । প্রশিক্ষণে অংশগ্রহণের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে ইউজার ম্যনুয়্যালটি এখান থেকে ডাউনলোড করুন ।
২০১৬(১৪৩৭ হি.) সালের সৌদি আরব অংশের হজ কার্যক্রমের সার্বিক তদারকির কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আজ বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন
২০১৬(১৪৩৭ হি.) সালের সৌদি আরবে বাংলাদেশের হজ ব্যাবস্থাপনার সার্বিক কার্যক্রম তদারকির কাজ শেষ করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন । ২০-০৯-২০১৬ খ্রি. তারিখ বাংলাদেশ বিমানের বিজি-৪০১৮ ফ্লাইট যোগে ১৩ সদস্যের একটি দল মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সন্ধ্যা ৬.৪০ টার সময় জেদ্দা কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ত্যাগ করেন । এ সময় মাননীয় মন্ত্রী মহোদয়কে বিমান বন্দরে বিদায় জানান, বাংলাদেশ হজ অফিস, জেদ্দার কাউন্সেলর হজ মোঃ মাকসুদুর রহমান, কনসাল হজ মোঃ জহিরুল ইসলাম ও জেদ্দার মৌসুমি সহকারী হজ অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন ।
বিজি২০১২ (BG2012) ফ্লাইট সৌদি সময় বিকাল ৫.৩৫ টায় ছেড়েছে
সরকারি হাজীদের প্রথম ফিরতি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি২০১২ এর হাজী সাহেবদের বাস সমূহ মক্তব অফিসের কাজ শেষ করে সময়মত জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে না পৌছানোর জন্য ফ্লাইটটি কিছুটা বিলম্ব হয়েছে। ফ্লাইটটি বিকাল ৫.৩৫ টা জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দর ছেড়ে গেছে ।
সৌদি আরবে হজ অপারেশনে বাংলাদেশ বিমানের গুরুত্বপূর্ণ মোবাইল নম্বরসমূহ ও মালামাল পরিবহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি
সৌদি আরবে হজ অপারেশনে বাংলাদেশ বিমানের গুরুত্বপূর্ণ মোবাইল নম্বরসমূহ ও মালামাল পরিবহণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশাবলী নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুনMobile number of Biman sales office for hajj
0502524266 Airport sales (Mr. Reza / Mr. Munir / Mr. Sadat)
0502524297 Madinah office (Mr. Mostafizur Rahman)
0502524206 Makkah office (Mr. Saifuddin)
বাংলাদেশের হজযাত্রীদের জন্য সিটি চেক-ইন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি
হজযাত্রীদের ব্যাগেজ বিজ্ঞপ্তি
সম্মানিত হাজী সাহেবদের জানানো যাচ্ছে যে, এ বছর জেদ্দা থেকে ফিরতি ফ্লাইটে হজযাত্রীদের ব্যাগেজ এয়ারপোর্টে গ্রহণ করা হবে না । বিমান ভাড়ায় ইকোনোমি ক্লাসের যাত্রীদের জন্য সর্বোচ্চ ৪৬ কেজি এবং এক্সিকিউটিভ ক্লাসের যাত্রীদের জন্য সর্বোচ্চ ৫৬ কেজি ( তবে প্রতি পিস এর ওজন ৩০ কেজির বেশি হবে না )
ফ্লাইট ছাড়ার ২৪ ঘন্টা পূর্বে মক্কায় এবং ৩৬ ঘন্টা পূর্বে মদিনায় নিম্ন ঠিকানায় ব্যাগেজ গ্রহণ করা হবে:
মক্কায় যোগাযোগ:
জনাব কাদের আহমেদ, অফিস ইনচার্জ
মোবাইল: ০৫০৭৫০৬২৩৮
১। আজিজিয়া : জনাব আরমান, সুপারভাইজার
মোবাইল: ০৫৩৫৬১৮৪৩১
আব্দুল্লাহ খায়াত রোড।
( আল হারাম অফিস এর পিছনে)।
২। মিসফালাহ: জনাব ফাহাদ, সুপারভাইজার
মোবাইল: ০৫৭০৮৬৬২৬১
ইব্রাহিম খলিল রোড।
( এশিয়ান পলিক্লিনিক এবং আলরাজি ব্যাংক এর সামনে )।
মদিনায় যোগাযোগ:
১। জনাব ইউসুফ, অফিস ইনচার্জ
মোবাইল: ০৫০৯৬৮০৪৮৫
২। জনাব হাসান মালিক, সুপারভাইজার
মোবাইল: ০৫০৯৮০৭১৯৯
আল মোসানিয়া ডিস্ট্রিক্ট গার্লস স্কুল এর নিকটে বাংলাদেশ হজ অফিসের পিছনে।
যদি কোন এজেন্সীর হাজযাত্রীর সংখ্যা ৫০ এর অধিক হয়, তবে হোটেল/বাড়ি হতে সিটি চেক-ইন করার জন্য কার্গো প্রতিষ্ঠানকে পূর্বেই জানাতে হবে।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন
২০১৬ খ্রি. (১৪৩৭ হিজরি) সনে মোট হাজীর সংখ্যা ১৮,৬২,৯০৯ জন
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি আরবের পরিসংখ্যান অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য মতে, ২০১৬ খ্রি. (১৪৩৭ হিজরি) সনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজীর সংখ্যা ১৩,২৫,৩৭২ (তের লক্ষ পঁচিশ হাজার তিনশত বাহাত্তর) জন এবং সৌদি আরবের অভ্যন্তরীণ হাজীর সংখ্যা ৫,৩৭,৫৩৭ (পাঁচ লক্ষ সাইত্রিশ হাজার পাঁচশত সাইত্রিশ) জন । ২০১৬ খ্রি. (১৪৩৭ হিজরি) সনে সর্বমোট হাজীর সংখ্যা ১৮,৬২,৯০৯(আঠার লক্ষ বাষট্টি হাজার নয়শত নয় ) জন ।