hms_logo

  • English
  • বাংলা

Pilgrim News

 হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:

সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার  প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।

প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।

প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে  জন্ম  নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
  • মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
  • সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:

  • ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
  • জেলা প্রশাসকের কার্যালয়
  • ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
  • পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা

এর যেকোনো এক জায়গা থেকে  হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।

ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:

প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম,  পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।

হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত  তথ্য ।

ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা),  বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)

ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।

জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।

হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)।  নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট  হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।

হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ  প্রাক্-নিবন্ধন করুন ।

প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।

প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে

প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার  মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।

১৮ বছরের নিচে বয়স যাদের

১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।


সৌদি হজ মন্ত্রণালয়ের তাগিত অনুযায়ী (১) বেসরকারী ব্যাবস্থাপনায় প্রেরিতব্য প্রত্যেক হাজী সাহেবের এবং গাইড / টীম লিডার-এর কাছে মক্কায় তাঁদের জন্য ভাড়াকৃত বাড়ীর পূর্ণ ঠিকানা ও যোগাযোগের নম্বর প্রদান এবং (২) হজ ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৬ ঘন্টা পূর্বে ই-মেইল যোগে কতিপয় মৌলতথ্য আবশ্যিকভাবে প্রেরণ প্রসঙ্গে।

August 10, 2016

সৌদি হজ মন্ত্রণালয়ের তাগিদ অনুযায়ী (১) বেসরকারী ব্যবস্থাপনায় প্রেরিতব্য প্রত্যেক হাজী সাহেবের এবং গাইড / টীম লিডার-এর কাছে মক্কায় তাঁদের জন্য ভাড়াকৃত বাড়ীর পূর্ণ ঠিকানা ও যোগাযোগের নম্বর প্রদান এবং (২) হজ ফ্লাইট ছাড়ার কমপক্ষে ৬ ঘন্টা পূর্বে ই-মেইল যোগে কতিপয় মৌলতথ্য আবশ্যিকভাবে প্রেরণ সংক্রান্ত পত্রখানি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

স্মারক নং – ১৬.০০.০০০০.০০৩.০০১.১৬(অংশ)-১২৫৭

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ খ্রিঃ সনের সরকারি কোটা যথাসময়ে পূরণ না হওয়া ৪,৮০০ হজযাত্রীকে বেসরকারি ব্যবস্থাপনায় হজব্রত পালন সংক্রান্ত বিজ্ঞপ্তি (হালনাগাদ তারিখ ১৩-০৮-২০১৬ রাত ০৩ঃ ৪৫ ঘটিকা)

August 13, 2016

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের স্মারক নং – ১৬.০০.০০০০.০০৩.০০২.১৬-১২৩৮ তারিখ ০৯.০৮.২০১৬ খ্রি অনুযায়ী পরবর্তী প্রাক নিবন্ধনের ক্রমের তালিকা প্রকাশ করা হল।  এখানে উল্লেখ্য যে, ৪৮০০ কোটা পূরণের জন্য কাউন্সিলর (হজ) জেদ্দা হতে নিবন্ধন বন্ধ (close) করার দিক নির্দেশনা না পাওয়ায় মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক এই তালিকার প্রাক-নিবন্ধিতদের নিবন্ধনের জন্য সার্ভার উন্মুক্ত করা  হল। উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞাপিত ক্রমানুযায়ী পূর্বের পদ্ধতিতে Listing এ অন্তর্ভুক্ত হজযাত্রীদের নিবন্ধন অবিলম্বে সম্পন্ন করতে হবে ।

প্রাপ্তি সাপেক্ষে সুত্র নং-১৬.০০.০০০০.০০৩-১২৬৩ এর তালিকা প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩-১২৬৩

বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০০.০০৫.১৪(অংশ-৩)-১২৫০

পরবর্তী হজে গমনেচ্ছুদের তালিকার জন্য ক্লিক করুন

স্মারক নং – ১৬.০০.০০০০.০০৩.০০২.১৬-১২৩৮

২০১৬ সনের প্রাক-নিবন্ধিত হজ গমনেছুদের  নিবন্ধনের টাকা গ্রহন প্রসঙ্গে নোটিশ জানতে এ ক্লিক করুন

এজেন্সিদের জন্য জরুরী বিজ্ঞপ্তি জানতে ক্লিক করুন

এই মর্মে সকল প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছু ও হজ এজেন্সিসমূহের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬ খ্রিঃ সনের সরকারি কোটা যথাসময়ে পূরণ না হওয়ায় ৪,৮০০ হজযাত্রীকে বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজগমনেচ্ছুদের মধ্য থেকে নির্বাচন পালন সংক্রান্ত বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পত্র ডাউনলোড করে দেখার জন্য অনুরোধ করা হলো । উল্লেখ্য, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞাপিত ক্রমানুযায়ী পূর্বে অনুসৃত পদ্ধতিতে Listing এ অন্তর্ভুক্ত হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে ।

বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩.৩০.০০২.১৬-১২৩৮

বিজ্ঞপ্তি সুত্র নং-১৬.০০.০০০০.০০৩.১৮.০০.০০৫.১৪(অংশ-৩)-১২০৬ অনুযায়ী যোগ্য হজ গমনেচ্ছুগণের তালিকা

বেসরকারি ব্যবস্থাপনায় ৪৮০০ কোটা বিষয়ক আরও খবর

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ এজেন্সীর ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের আবাসনের বাড়ী/হোটেল পরিদর্শন সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

August 10, 2016

এতদ্বারা হজ মৌসুম ২০১৬ (১৪৩৭ হিঃ) সনে হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ৪৮৩ টি বেসরকারী এজেন্সীর সন্মানিত মালিক/মোনাজ্জেমগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের ব্যবস্থাপনায় যে সকল মন্মানিত হজযাত্রী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব এসেছেন তাঁদের আবাসনের বাড়ী/হোটেল পরিদর্শন অতি শীঘ্রই শুরু হবে। হজ প্রশাসনিক দলের কর্মকর্তা/সদস্যগণের সমন্বয়ে গঠিত টিমের মাধ্যমে এ পরিদর্শন কার্যক্রম পরিচালিত হবে।

 

এমতাবস্থায়, যে সমস্ত এজেন্সীর হজযাত্রীগণ ইতোমধ্যে সৌদি আরব আগমন করছেন এবং আগামী ১-২ দিনের মধ্যে আগমন করবেন, সে সমস্ত এজেন্সীর কর্তৃপক্ষকে দরখাস্তের মাধ্যমে কনসাল (হজ) কে বিষয়টি অবহিতকরণসহ বাড়ী পরিদর্শনে সহায়তা প্রদানের জন্য অনুরোধ করা হলো।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

সম্মানিত সরকারি হজযাত্রীদের অবগতির জন্য জরুরী বিজ্ঞপ্তি

August 10, 2016

সম্মানিত সরকারি হজযাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক নির্ধারিত সময়ে সরবরাহকৃত পাসপোর্ট ও টিকেট সংগ্রহ পূর্বক হজ অফিসের ২য়তলায় অবস্থিত ইসলামি ব্যাংক লিঃ হতে খাবার টাকা সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

বাংলাদেশের হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবে অবতরণ

August 5, 2016

বাংলাদেশের হজযাত্রীদের প্রথম ফ্লাইট বিজি-১০১১ আজ (৪ আগষ্ট, ২০১৬ খ্রিঃ) সকাল ১১:২৮ ঘটিকায় সেীদি আরবের জেদ্দাস্থ কিং আব্দূল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে অবতরণ করেছে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত, জেদ্দাস্থ কনসাল জেনারেল এবং বাংলাদেশ হজ অফিস মক্কার কাউন্সিলর হজ সহ অন্যান্য কর্মকর্তা কিং আব্দূল আজিজ আর্ন্তজাতিক বিমান বন্দরে হজযাত্রীদের স্বাগত জানান ।first_flight

২০১৬ হজ মৌসুমে ইসলামি উন্নয়ন ব্যাংক(IDB)এর মাধ্যমে কোরবানী /দম প্রদানের ক্ষেত্রে মূল্য নির্ধারন প্রসঙ্গে

August 2, 2016

২০১৬ হজ মৌসুমে ইসলামি উন্নয়ন ব্যাংক(IDB)এর মাধ্যমে কোরবানী /দম প্রদানের ক্ষেত্রে মূল্য নির্ধারন সংক্রান্ত জেদ্দা হজ অফিস থেকে প্রাপ্ত পত্রখানি সংযুক্ত আকারে প্রদান করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬(১৪৩৭ হিজরি) সালে সরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীদের ফ্লাইট শিডিউল

August 2, 2016

২০১৬(১৪৩৭ হিজরি) সালে সরকারী ব্যবস্থাপনায় গমনেচ্ছুক হজযাত্রীদের ফ্লাইট শিডিউল সংশ্লিষ্ট সকলকে নিম্ন থেকে ডাউনলোড করে দেখার জন্য অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ্জ প্রশাসনিক দল-২০১৬(১৪৩৭ হিঃ)গঠন প্রসঙ্গে (সংশোধিত)

August 3, 2016

সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হজ ২০১৬ খ্রিঃ(১৪৩৭ হিজরি) সনের  প্রশাসনিক দল গঠন করা হয়েছে ।  প্রশাসনিক দলের  তালিকাটি নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

হজ চিকিৎসা দলের প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

July 26, 2016

সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য হজ মন্ত্রণালয় থেকে প্রাপ্ত  চিকিৎসা দলের প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিম্ন সংযুক্ত আকারে প্রদান করা হলো। বিজ্ঞপ্তিটি নিম্ন  নিম্ন থেকে ডাউনলোড করে দেখুন ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬ খ্রিঃ সালের হজ প্রতিনিধি দল, প্রশাসনিক দল, চিকিৎসক দল, চিকিৎসক দলের সহায়তাকারী দল, টেকনিক্যাল দল এবং রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী দল এর সদস্যদের ভিসা সংক্রান্ত বিজ্ঞপ্তি

July 26, 2016

এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৪৩৭ হিজরী/ ২০১৬ খ্রিঃ সালের হজ প্রতিনিধি দল, প্রশাসনিক দল, চিকিৎসক দল, চিকিৎসক দলের সহায়তাকারী দল, টেকনিক্যাল দল এবং রাষ্ট্রীয় খরচে হজ পালনকারী দল এর সদস্যদের ভিসা প্রদানের জন্য এই মন্ত্রণালয়ের পক্ষে পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা কর্তৃক বাংলাদেশস্থ সৌদি রাষ্ট্রদূত বরাবর ডিও লেটার প্রেরণ করা হবে।

 টিমের সদস্যদের পূরণীয় ফরম

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬(১৪৩৭ হিঃ) খ্রিঃ সরকারী ব্যবস্থাপনায় ঢাকা মহানগর ও জেলার সকল হজযাত্রীদের প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

July 26, 2016

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০১৬(১৪৩৭ হিঃ) খ্রিঃ সরকারী ব্যবস্থাপনায় ঢাকা মহানগর ও জেলা্র সকল হজযাত্রীদের প্রশিক্ষণ আগামী ২৮/০৭/২০১৬ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ৮-৩০ টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব শাহান চত্বরে অনুষ্ঠিত হবে । উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অধ্যক্ষ মতিউর রহমান, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা।  উক্ত প্রশিক্ষণ কর্মসূচীতে ঢাকা জেলার নির্বাচিত সকল গাইডগণ ও সংশ্লিষ্ট সকলকে উপস্থিত  থাকার জন্য অনুরোধ করা হলো ।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন

২০১৬-সালে হজ্জযাত্রীদের স্বাস্থ্য সংক্রান্ত জ্ঞাতব্য

July 23, 2016

২০১৬ সালে হজ্জে গমনেচ্ছুদের আগামী ২১ জুলাই ২০১৬খ্রি: হতে নিম্নোক্ত প্রতিষ্ঠান/স্থানে ম্যানিনজাইটিস/ইনফ্লুয়েঞ্জার টিকা প্রদান করা শুরু করা হয়েছে এবং হজ্জক্যাম্প আশকোনায়, ঢাকায় আগামী ৩১.০৭.২০১৬খ্রি: তারিখ  সকাল ০৯.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত টিকা কার্যক্রম গ্রহণ করা হবে। টিকা নিতে যাবার সময় প্রাকনিবন্ধন বা নিবন্ধনের ফটোকপি সংগে নিয়ে যেতে হবে । টিকা গ্রহণের পর হেলথ কার্ড নিজ হেফাজতে সংরক্ষন করবেন। হজ্জক্যাম্পে রিপোর্ট করার নির্ধারিত দিন ও সময়ে সাথে আনার অনুরোধ করা হলো ।

 (ক)  ঢাকা জেলা ও মহানগরী হজ্জযাত্রীদের জন্য:

(১)      ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

(২)     স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিডফোর্ড হাসপাতাল, ঢাকা।

(৩)     শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।

(৪)     কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টেনমেন্ট, ঢাকা।

(৫)     ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুগদা, ঢাকা।

(৬)     সরকারী কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকা।

(৭)     বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা।

(খ)   অন্যান্য জেলার হজ্জযাত্রীদের জন্য:

(১)      বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল।

(২)     জেলা শহরে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়।