hms_logo

  • English
  • বাংলা

Pilgrim News

 হজে যাওয়ার জন্য প্রথম ধাপ প্রাক্-নিবন্ধন:

সৌদি ‘ই হজ সিস্টেমের’ সঙ্গে সমন্বয়ের জন্য হজযাত্রীদের জন্য প্রাক্-নিবন্ধন পদ্ধতি চালু করা হয়েছে । নিজে অথবা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সির মাধ্যমে প্রাক-নিবন্ধনের প্রথম ধাপ সম্পন্ন করে পেমেন্ট ভাউচারসহ ব্যাংকে টাকা জমা দিন এবং আপনার  প্রাক্-নিবন্ধন সনদ সংগ্রহ করুন । প্রতি বছরে সৌদি সরকারের সাথে চুক্তি মোতাবেক নির্ধারিত কোটা অনুযায়ী জাতীয় হজ ও ওমরাহ নীতির ধারার ভিত্তিতে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন হবে । প্রাক্-নিবন্ধন সংক্রান্ত কোন তথ্য জানার প্রয়োজন হলে ০৯৬০২৬৬৬৭০৭, ১৬১৩৬ (পরীক্ষামূলক) নম্বরে টেলিফোনে যোগাযোগ করতে পারবেন ।

প্রাক্-নিবন্ধন সংক্রান্ত তথ্য ও সহায়তার জন্য উপরের লিংকটিতে ক্লিক করুন।

প্রাক্-নিবন্ধন করতে যা লাগবে:

  • জাতীয় পরিচয়পত্র, (১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নেই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে  জন্ম  নিবন্ধন সনদ দিয়ে প্রাক নিবন্ধন করতে পারবেন) ।
  • মোবাইল নম্বর (যেখানে এসএমএস পাবেন)
  • সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০(ত্রিশ হাজার টাকা), বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

যেখানে প্রাক্-নিবন্ধন করা যাবে:

  • ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে
  • জেলা প্রশাসকের কার্যালয়
  • ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়
  • ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত বৈধ হজ এজেন্সি
  • পরিচালক, হজ অফিস, আশকোনা, ঢাকা

এর যেকোনো এক জায়গা থেকে  হজযাত্রী নিজে অথবা তার প্রতিনিধি প্রাক্-নিবন্ধন করতে পারবেন ।

ধাপে ধাপে প্রাক্-নিবন্ধন:

প্রাক্-নিবন্ধনের প্রথম ধাপে জাতীয় পরিচয়পত্র তথ্য ভান্ডার থেকে (নাম, পিতার নাম, মাতার নাম,  পেশা, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, নারী/পুরুষ, বৈবাহিক অবস্থা) তথ্য স্বয়ংক্রিয় পদ্ধতিতে যাচাই হবে ।

হজযাত্রী সরকারি নাকি বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক সে সংক্রান্ত  তথ্য ।

ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য ট্র্যাকিং নম্বরসংবলিত প্রিন্ট করা পেমেন্ট ভাইচারসহ সরকার নির্ধারিত ব্যাংকে (তালিকা পরে জানানো হবে) সরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা),  বেসরকারি ব্যবস্থাপনার জন্য ৩০,৭৫২ (ত্রিশ হাজার সাতশত বায়ান্ন) টাকা জমা দিতে হবে ।

(উল্লেখ্য নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না দিলে পুনরায় প্রাক-নিবন্ধন করতে হবে।)

ব্যাংক টাকা পরিশোধের পর ব্যাংক থেকে হজের প্রাক্-নিবন্ধন সনদ দেওয়া হবে। (প্রাক নিবন্ধন সনদে জাতীয় পরিচয়পত্র তথ্য, প্রাক্-নিবন্ধন নম্বর, পাসপোর্টের তথ্য, ব্যাংকে টাকা জমা দেওয়া বিবরণ থাকবে) একই সঙ্গে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে প্রাক নিবন্ধন নিশ্চিত করা হবে ।

জাতীয় হজ নীতির আলোকে প্রাক্-নিবন্ধন নম্বর চলতি বছর হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস দেওয়া হবে ।

হজে যাওয়ার জন্য নির্বাচিত হলে হজযাত্রীর মোবাইলে এসএমএস পাওয়ার পর (নিবন্ধন কার্যক্রম শুরু হবে)।  নির্ধারিত সময়ের মধ্যে হজ অফিস/ সংশ্লিষ্ট এজেন্সি প্রাক-নিবন্ধন তথ্য ভান্ডার থেকে হজ যাত্রীদের আবেদন অনলাইনে গ্রহণ করে প্যাকেজের সম্পূর্ণ টাকা পরিশোধ পরিশোধিত মর্মে হজ অফিস/ সংশ্লিষ্ট  হজ এজেন্সি নিশ্চিত করলে পিলগ্রিম আইডি (PID) তৈরি হবে। সম্পূর্ন টাকা পরিশোধ করলে হজযাত্রীর মোবাইল নম্বরে এসএমএস প্রেরণ করে PID নিশ্চিত করা হবে। হজে যাওয়ার জন্য পিলগ্রিম আইডি অত্যাবশক ।

হজযাত্রীকে প্রদত্ত প্রাক পরিবর্তনযোগ্য প্রাক- নিবন্ধন নম্বর (serial) কোনভাবেই পরিবর্তনযোগ্য নয়। তাই হজে যাওয়ার প্রথম ধাপ  প্রাক্-নিবন্ধন করুন ।

প্রাক্-নিবন্ধনে প্রাপ্ত তথ্যাদি পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।

প্রাক্-নিবন্ধন বাতিল করতে চাইলে

প্রাক্-নিবন্ধন করে যদি হজে গমন না করেন তাহলে হজযাত্রীর অগ্রীম জমাকৃত জামানত থেকে সার্ভিস চার্জ ২ হাজার এবং প্রসেসিং ফি বাবদ ৩ হাজার  মোট ৫ হাজার টাকা বাদ দিয়ে বাকি টাকা ফেরত পাবেন ।

১৮ বছরের নিচে বয়স যাদের

১৮ বছরের নিচে বয়স যাদের, জাতীয় পরিচয়পত্র নাই সেক্ষেত্রে অভিভাবকের সঙ্গে জন্ম নিবন্ধন সনদ দিয়ে প্রাক্-নিবন্ধন করতে পারবেন। ও পুলিশের বিশেষ শাখার মাধ্যমে যাচাই করা হবে ।


২৮/০৩/২০১৬ খ্রিঃ তারিখ অপরাহ্ন ১:৩৭:০৫ (বেসরকারি) ও বিকাল ৫:০০টা (সরকারি) পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

March 28, 2016

১. সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৫০২ জন।

২. সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের সংখ্যা: ১৯০ জন।

৩. বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এন্ট্রির সংখ্যা: ১,১১,২৯৫ জন।

৪. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের সংখ্যা: ৮৮,২০৪ জন সময় ১:৩৭:০৫

৫. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৭৫,১০২ জন এবং মহিলা ৩৬,৬৯৫ জন।

৬. ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে ১৮ বছরের নীচে ৯৭৬ জন, প্রবাসী ৭৪০ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ১,১০,০৮১ জন।

৭. এন আই ডি (NID) সার্ভার হতে সফলভাবে যাচাইকৃত হজে গমনেচ্ছুদের সংখ্যা: ১,২৯,৬০৩ জন।

(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ১৯০ + বেসরকারি – ৮৮২০৪ = ৮৮,৩৯৪ জন )।

প্রাক্- নিবন্ধন সার্ভারে ব্যবহারকারীদের লগইন সম্পর্কিত বিজ্ঞপ্তিঃ

March 28, 2016

এতদ্বারা প্রাক্-নিবন্ধন সার্ভারে হজ এজেন্সি, ডিসি অফিস, ইসলামিক ফাউডেশন ও ইউডিসি এর ব্যবহারকারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডেটা ব্যাকআপের জন্য প্রাক্- নিবন্ধন সার্ভার আজ ২৮/০৩/২০১৬ বিকাল ০৫ঃ০০ ঘটিকা থেকে বন্ধ থাকবে। এবং ডেটা ব্যাকআপ শেষে আগামীকাল থেকে পূর্বনির্ধারিত সময়সূচী অনুযায়ী ডিসি অফিস, ইসলামিক ফাউডেশন, ইউডিসি, ব্যাংক এর ব্যবহারকারীগণ শুধুমাত্র  সরকারী হজগমনেচ্ছুদের প্রাক্- নিবন্ধন কার্যক্রম করতে পারবেন।

সুষ্ঠুভাবে বেসরকারি প্রাক্-নিবন্ধন সম্পন্নে সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকল হজ এজেন্সি কর্তৃপক্ষ এবং ব্যাংক কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

প্রাক নিবন্ধন কার্যক্রমের জরুরী বিজ্ঞপ্তিঃ

March 29, 2016

এতদ্বারা সকল ব্যাংকের ব্যবহারকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বেসরকারি ব্যবস্থাপনায় কোন হজযাত্রীর আর কোন পেমেন্ট ভাউচার  পেমেন্টের জন্য গ্রহণ করতে পারবেন না। শুধুমাত্র পেমেন্ট ভাউচার যা আপনার প্রাক্-নিবন্ধন সার্ভারে ২৮-০৩-২০১৬ তারিখে দুপুর ১:৩৭ মিনিটে আপনাদের রেফারেন্স নম্বরসহ এন্ট্রি করে সাবমিট করেছিলেন কিন্তু Approve করনেননি ঐ ভাউচার গুলিরই Approval নিশ্চিত করবেন। তবে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের পেমেন্ট ভাউচার গ্রহণ করে Approval চলমান থাকবে।
এমতাবস্থায় কোন ব্যাংক বেসরকারি হজযাত্রীর নতুন পেমেন্ট ভাউচার Receive করলে সংশ্লিষ্ট ব্যাংককে তার দায়-দায়িত্ব বহন করতে হবে।
ভাউচারের তালিকা যা প্রাক্-নিবন্ধন সার্ভারে ২৮-০৩-২০১৬ তারিখে দুপুর ১:৩৭ মিনিট পর্যন্ত  Approval এর অপেক্ষায় আছে, তা প্রত্যেক ব্যাংকের ইমেইলে পাঠানো হবে। (আপডেট সময়ঃ সকালঃ ১১ঃ ৪৮ টা)

 

সরকারী ব্যবস্থাপনা হজযাত্রীদের ব্যাংকে  টাকা জমা গ্রহণ ৩০ মিনিট পর থেকে শুরু হবে  (আপডেট সময়ঃ সকালঃ ১০ঃ ৫০ টা)।

সার্ভারের মেইনটেনেন্স এর জন্য সরকারি ব্যবস্থাপনার প্রাক নিবন্ধন কার্যক্রম সকাল ১০:৩০ টার সময় শুরু হবে । ব্যাংক যেন সরকারী হজযাত্রীদের টাকা জমা গ্রহণ করতে পারে, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে ওয়েবসাইটে নোটিশ দেয়া হবে । বেসরকারি এজেন্সিদের লগইন সাময়িক ভাবে বন্ধ আছে ।

জরুরি বিজ্ঞপ্তি (আপডেটের সময়ঃ দুপুর ০১:৩০ ঘটিকা)

March 28, 2016

তারিখঃ ২৮/০৩/২০১৬ সময়ঃ দুপুর ০১ঃ ৩০ মিনিট

সরকারি এন্ট্রি ৩৭৬ জন

সরকারি প্রাক্-নিবন্ধন ১৮৭ জন

বেসরকারি এন্ট্রি  ১১০৩৯০ জন

বেসরকারি প্রাক্-নিবন্ধন ৮৪২৩৬ জন

 

তারিখঃ ২৮/০৩/২০১৬ সময়ঃ দুপুর ০১ঃ ০০ মিনিট

সরকারি এন্ট্রি ৩৬১ জন

সরকারি প্রাক্-নিবন্ধন ১৭৭ জন

বেসরকারি এন্ট্রি  ১০৭৫৯৩ জন

বেসরকারি প্রাক্-নিবন্ধন ৭৫,০৮০ জন

 

পেমেন্ট ভাউচার জেনারেশন বিষয়ক নির্দেশনাবলীঃ

March 27, 2016

লক্ষ্য করা যাচ্ছে যে, এজেন্সীর ব্যবহারকারীগণ পেমেন্ট ভাউচার তৈরি ও প্রিন্ট করার জন্য বার বার সার্ভারে রিকোয়েস্ট পাঠানোর ফলে প্রাক্-নিবন্ধন ডাটাবেজে প্রচুর অনাকাঙ্খিত লোড পড়ছে। সুষ্ঠভাবে ও সকলের কাজের সুবিধার্থে এজেন্সিগনের ব্যবহারকারীরা নিম্নলিখিত বিষয়গুলি মেনে চললে অনাকাঙ্খিত ঘটনা এড়ানো সম্ভবঃ

 

১. আপনি একবার পেমেন্ট ভাউচার তৈরীর রিকোয়েস্ট সার্ভারে প্রেরন করে অনুগ্রহ করে অপেক্ষা করুন, কারন পেমেন্ট ভাউচারটি তৈরি করতে কিছুক্ষন সময় লাগে। এর মধ্য আবার রিকোয়েস্ট করলে আপনার পেমেন্ট ভাউচারটি নতুন করে তৈরির জন্য সার্ভারে রিকোয়েস্ট যাবে যা আরো বেশি সময় নেবে এবং আপনার বিলম্ব হবে।

 

২. ভাউচার জেনারেট করার পর এখানে একটি প্রিন্ট অপশন আসবে যা থেকে আপনি প্রিন্ট বাটনে ক্লিক করে ভাউচারটি প্রিন্ট করতে পারবেন।

 

৩. পেমেন্ট ভাউচার প্রিন্ট করে ব্যাংকে পাঠানোর পর কোনোভাবেই ওপেন করে রাখবেন না, কোনভাবে হজযাত্রীর তথ্য সংযোজন বা বিয়োজন করবেন না এবং নতুন ভাবে রি-জেনারেট করবেন না। এতে ঐ পেমেন্ট ভাউচারটি ব্যাংকে পেমেন্টর জন্য অনুপযুক্ত হবে এবং আপনাকে নতুন করে ভাউচার তৈরি করতে হবে।

 

৪. একটি ভাউচারে কোন ভাবেই ১৫ জনের বেশি হজযাত্রী সংযুক্ত করা যাবে না। মহিলা, শিশু ও প্রবাসীর ক্ষেত্রে অবশ্যই depends on করে নিবেন। Depends on করার জন্য মহিলা, শিশু ও প্রবাসীর Edit অপশনে ক্লিক করে তারা যার সাথে যাবে তাকে সিলেক্ট করে সেভ করুন। যদি depends on না করা হয় তবে তাদের ভাউচারে পাওয়া যাবে না। ভাউচারে শুধু মূল হজযাত্রীকে সংযুক্ত করা হলে তার সাথের depends on হজযাত্রী সয়ংক্রিয়ভাবে যুক্ত হয়ে যাবে।

 

বিঃ দ্রঃ ভাউচারে ১৫ জন সিলেক্ট করার সময় লক্ষ্য রাখতে হবে যে একজন depend on হজযাত্রীর সাথে কতজন মহিলা, শিশু ও প্রবাসী আছে, এই হিসেব করে একটি ভাউচারে সর্বমোট ১৫ জন হজযাত্রী সিলেক্ট করে সংযুক্ত করে ভাউচার জেনারেট করুন।

২৭/০৩/২০১৬ খ্রি: তারিখ অপরাহ্ন ০১:২২ টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রন্ত প্রতিবেদন

March 28, 2016

১.   সরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের ডাটা এট্রির সংখ্যা: ৩০৫ জন।
২.   সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ১৩০ জন।
৩.   বেসরকারি ব্যবস্থাপনায়হজেগমনেচ্ছুর ডাটা এন্ট্রির সংখ্যা: ৮৮,৭১২ জন।
৪.   বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজেগমনেচ্ছুর সংখ্যা: ৩২,৭৮৭ জন।
৫.   ডাটা এন্ট্রিকৃত হজে গমনেচ্ছুদের মধ্যে পুরুষ ৬০,১৮৬ জন এবং মহিলা ২৮,৮৩১ জন।
৬.   ডাটা এন্ট্রিকৃত হজেগমনেচ্ছুর মধ্যে ১৮ বছরের নীচে ৮৩২ জন, প্রবাসী ৬০৯ জন, এবং ১৮ বছরের ঊর্ধেব ৮৭,৫৭৬ জন।
৭.   এন আই ডি (NID) সার্ভার হতে সফলভাবে যাচাইকৃত হজে গমনেচ্ছুদের সংখ্যা:  ১,২৬,০৪৩ জন।
(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি – ১৩০ + বেসরকারি – ৩২,৭৮৭ =৩২,৯১৭ জন )।

হজযাত্রীদের বর্তমান জেলা নির্ধারন প্রসঙ্গেঃ

March 25, 2016

লক্ষ্য করা যাচ্ছে যে, নির্বাচন কমিশনের তথ্যভান্ডার হতে প্রাপ্ত জেলা সঠিক স্থানে না আসায় প্রাক্- নিবন্ধন সার্ভারে ঠিকানার জেলা বা থানা সংশোধনের জন্য পেমেন্ট করার পূর্ব পর্যন্ত উন্মুক্ত করা আছে। আপনারা অনূগ্রহ করে আপনাদের হজযাত্রীর জেলা ও থানা সঠিক আছে কিনা তা নিশ্চিত করে পেমেন্ট করবেন, যাতে উক্ত তথ্যাবলী পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সঠিকভাবে যাচাই করতে পারে।

এনআইডি (NID) পুন:যাচাইকরন

March 25, 2016

লক্ষ্য করা যাচ্ছে যে, এজেন্সিগণ তাঁদের NID নির্বাচন কমিশনের সার্ভারে অপেক্ষমাণ থাকা অবস্থায় রি-সাবমিশনের জন্য অনুরোধ করছেন।

অনুগ্রহ করে রিপোর্ট মেনুতে “১০১০” নম্বর রিপোর্টের সঙ্গেঁ ১৭ ডিজিটের NID Status নিশ্চিত করে তবেই পাঠাবেন। NID সার্ভারে অপেক্ষমাণ থাকা অবস্থায় নতুন করে আইডি প্রেরণ সম্ভব হবে না।

২৫/০৩/২০১৬ খ্রি: তারিখ দুপুর ০৫:০০ টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

March 25, 2016

   (প্রাক্-নিবন্ধনের সময় সকাল ৯:০০ ঘটিকা হতে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত)

 

১.       সরকারি হজযাত্রীর ডাটা এট্রির সংখ্যা: ২৭৭ জন।

২.       সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ১১৫ জন।

৩.       বেসরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ৫৯,৮৮২ জন।

৪.       বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ৮১৬২ জন।

৫.       ডাটা এন্ট্রিকৃত হজযাত্রীর মধ্যে পুরুষ ৪১,২৯৫ জন এবং মহিলা ১৮,৮৬৪ জন।

৬.       ডাটা এন্ট্রিকৃত হজযাত্রীর মধ্যে ১৮ বছরের নীচে ৫৮৫ জন, প্রবাসী ৪৬৪ জন এবং ৫৯,১১০ জন ১৮

বছরের ঊর্ধে বাংলাদেশী।

৭.       এন আই ডি (NID) সার্ভার হতে সফল ভাবে যাচাইকৃত হজযাত্রীর সংখ্যা: ৮৭,৫৭৫ জন।

৮.       ডাটা এন্ট্রিকারি এজেন্সি সংখ্যা: ৭৫৩ টি।

(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি-১১৫ + বেসরকারি-৮১৬২ = ৮২৭৭ জন)

২৫/০৩/২০১৬ খ্রি: তারিখ দুপুর ০৩:০০ টা পর্যন্ত প্রাক্-নিবন্ধন সংক্রান্ত প্রতিবেদন

March 25, 2016

 প্রাক্-নিবন্ধনের সময় সকাল ৯:০০ ঘটিকা হতে রাত ৮:০০ ঘটিকা পর্যন্ত:

 

১.       সরকারি হজযাত্রীর ডাটা এট্রির সংখ্যা: ২৭৬ জন ।

২.       সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ১১৫ জন ।

৩.       বেসরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ৪৭,১৬৯ জন ।

৪.       বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ৮১৬২ জন ।

৫.       ডাটা এন্ট্রিকৃত হজযাত্রীর মধ্যে পুরুষ ৩২,৮৪৯ জন এবং মহিলা ১৪,৫৯৬ জন ।

৬.       ডাটা এন্ট্রিকৃত হজযাত্রীর মধ্যে ১৮ বছরের নীচে ৪৮৮ জন, প্রবাসী ৩৬৫ জন এবং ৪৬,৫৯২ জন ১৮ বছরের ঊর্ধে বাংলাদেশী ।

৭.       এন আই ডি (NID) সার্ভার হতে সফল ভাবে যাচাইকৃত হজযাত্রীর সংখ্যা: ৮২,২৯৯ জন ।

৮.       ডাটা এন্ট্রিকারি এজেন্সি সংখ্যা: ৭৫৩ টি ।

(মোট: প্রাক-নিবন্ধিত সরকারি-১১৫ + বেসরকারি-৮১৬২ = ৮২৭৭)

প্রাক্-নিবন্ধনের সর্বশেষ অবস্থা

March 24, 2016

প্রাক্-নিবন্ধনের সর্বশেষ অবস্থা

২৪/০৩/২০১৬ সময়: রাত ৮:০০টা পর্যন্ত (ভুলবশত রাত ৮:০০ টার স্থলে রাত ৯:০০টা লেখা হয়েছিল )

১. সরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রি শুরু : সকাল ৯:০০টা

২. সরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ২২৪জন

৩. সরকারী ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ১১৫জন

৪. বেসরকারি হজযা্ত্রীর ডাটা এন্ট্রির শুরু: সকাল ০৯:০০টা

৫. ডাটা এন্ট্রিকারী এজেন্সির সংখ্যা : ৭৩৪টি

৬. বেসরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ১ ৯০২৬ জন

৭. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ৮১৬২ জন

৮. ব্যাংকে পেমেন্ট অনুমোদনের অপেক্ষায়: ২৫৫ জন

৯. NID সার্ভারে প্রেরিত হজযাত্রীর সংখ্যা: ৬৭৫৫৫ জন

১০. NID সার্ভার হতে এখন পর্যন্ত সফল ভাবে যাচাই হয়ে এসেছে : ৩০৩১৭জন

প্রাক্-নিবন্ধনের সর্বশেষ অবস্থা

March 24, 2016

২৪/০৩/২০১৬ সময়: সন্ধা৬:০০টা পর্যন্ত

১. সরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রি শুরু : সকাল ৯:০০টা

২. সরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ২১১জন

৩. সরকারী ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ১১৫জন

৪. বেসরকারি হজযা্ত্রীর ডাটা এন্ট্রির শুরু: সকাল ০৯:০০টা

৫. ডাটা এন্ট্রিকারী এজেন্সির সংখ্যা : ৭৩২টি

৬. বেসরকারি হজযাত্রীর ডাটা এন্ট্রির সংখ্যা: ১৫৩৫১ জন

৭. বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক্-নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা: ৫২৮৪ জন

৮. ব্যাংকে পেমেন্ট অনুমোদনের অপেক্ষায়: ২৫৫ জন

৯. NID সার্ভারে প্রেরিত হজযাত্রীর সংখ্যা: ৫৫৮৩৭জন

১০. NID সার্ভার হতে এখন পর্যন্ত সফল ভাবে যাচাই হয়ে এসেছে : ২৩১৫১জন