hms_logo

  • English
  • বাংলা

১৭টি হজ এজেন্সির জামানত বাবদ এফ.ডি.আর উত্তোলন, গ্রহন ও বিতরণ না করা প্রসঙ্গে

উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগকৃত নিম্নোক্ত ১৭ (সতের) টি হজ এজেন্সির নিজ নিজ হিসাব নম্বর হতে হজ লাইসেন্সের জামানত বাবদ অর্থের এফ.ডি.আর (যা সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রলালয়ের অনুকূলে লিয়েনকৃত) জমা প্রদান করে। বর্ণিত হজ এজেন্সিসমূহের অনিয়মের বিরুদ্ধে জাতীয় হজ ও ওমরাহ নীতি-১৪৩৯হিজরি/২০১৮ খ্রি: এর অনুচ্ছেদ নং-২৩.২ অনুযায়ী জামানত বাজেয়াপ্ত ও লাইসেন্স বাতিল, লাইসেন্স বাতিল ও জরিমানা এবং লাইসেন্স স্হগিত ও জরিমানা শাস্তি আরোপ করা হয়। কিন্তু উল্লিখিত এজেন্সিসমূহ অরোপিত শাস্তি অনুযায়ী জরিমানা পরিশোধ করেনি।

বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন