হজ গাইড হিসেবে আবেদন করার জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুনঃ
নতুন আবেদনের ডাটা এন্ট্রি প্রক্রিয়া।
হজ গাইড অপশন এ ক্লিক করতে হবে।
"New Application" বাটনে ক্লিক করতে হবে ।
বিগত বছরে হজ গাইড কিংবা হজের কোন অভিজ্ঞতা থাকলে হ্যা দিয়ে ট্রাকিং নাম্বার দিয়ে, অভিজ্ঞতা না থাকলে না দিয়ে NEXT বাটনে ক্লিক করতে হবে ।
বিগত বছরে হজ গাইড কিংবা হজের কোন অভিজ্ঞতা না থাকলে NID এর সম্মুখভাগের ছবি আপলোড করে NEXT বাটনে ক্লিক করতে হবে।
গাইড রেজিস্ট্রেশন ফরম এ প্রথম অংশে প্রার্থীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয় নম্বর, পিতা-মাতার নাম, জন্মস্থান এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে।
প্রার্থীর সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে।
প্রার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।
চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঠিকানা প্রদান করতে হবে।
শিক্ষাগত যোগ্যতায় শিক্ষা প্রতিষ্ঠান, পাসের সন, বোর্ড/ বিশ্ববিদ্যালয়, গ্রেড/শ্রেনী/ বিভাগ, শিক্ষা সনদের স্ক্যান কপি পরিপূর্ণভাবে প্রদান করতে হবে।
অভিজ্ঞতার বিবরণ প্রদান করতে হবে।
সকল তথ্য একাধিক বার পড়ে দেখে সব কিছু ঠিক থাকলে অঙ্গীকার নামায় ক্লিক করে NEXT বাটনে ক্লিক করলে ডাটা এন্ট্রি সম্পন্ন হবে।
ভাউচার তৈরির প্রক্রিয়া।
"Add New Voucher" বাটনে ক্লিক করতে হবে ।
হজযাত্রীর রেজিস্ট্রেশন ভাউচার নম্বার প্রদান করতে হবে এবং হজযাত্রীর রেজিস্ট্রেশনকৃত প্যাকেজের সাথে মিল রেখে উপরোক্ত প্যাকেজ সিলেক্ট করে সার্চ করতে হবে। হজযাত্রীর তথ্য মিলিয়ে ADD বাটনে ক্লিক করতে হবে ।
একই সাথে একাধিক প্যাকেজের হজযাত্রী সিলেক্ট করা যাবে না শুধুমাত্র একই ধরনের প্যাকেজের হজযাত্রী নেওয়া যাবে।
সকল তথ্য ঠিক মিলিয়ে নিয়ে "Submit Guide Request" বাটনে ক্লিক করলে প্রসেসের জন্য আবেদনটি পাঠানো হবে।