ভিডিও লোড করা হচ্ছে। অপেক্ষা করুন

হজ গাইড হিসেবে আবেদন করার জন্য নিম্নোক্ত নির্দেশনা অনুসরণ করুনঃ

নতুন আবেদনের ডাটা এন্ট্রি প্রক্রিয়া।
  • হজ গাইড অপশন এ ক্লিক করতে হবে।
  • "New Application" বাটনে ক্লিক করতে হবে ।
  • বিগত বছরে হজ গাইড কিংবা হজের কোন অভিজ্ঞতা থাকলে হ্যা দিয়ে ট্রাকিং নাম্বার দিয়ে, অভিজ্ঞতা না থাকলে না দিয়ে NEXT বাটনে ক্লিক করতে হবে ।
  • বিগত বছরে হজ গাইড কিংবা হজের কোন অভিজ্ঞতা না থাকলে NID এর সম্মুখভাগের ছবি আপলোড করে NEXT বাটনে ক্লিক করতে হবে।
  • গাইড রেজিস্ট্রেশন ফরম এ প্রথম অংশে প্রার্থীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয় নম্বর, পিতা-মাতার নাম, জন্মস্থান এবং মোবাইল নম্বর প্রদান করতে হবে।
  • প্রার্থীর সাম্প্রতিক ছবি আপলোড করতে হবে।
  • প্রার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানা প্রদান করতে হবে।
  • চাকরিজীবী প্রার্থীদের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক ঠিকানা প্রদান করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতায় শিক্ষা প্রতিষ্ঠান, পাসের সন, বোর্ড/ বিশ্ববিদ্যালয়, গ্রেড/শ্রেনী/ বিভাগ, শিক্ষা সনদের স্ক্যান কপি পরিপূর্ণভাবে প্রদান করতে হবে।
  • অভিজ্ঞতার বিবরণ প্রদান করতে হবে।
  • সকল তথ্য একাধিক বার পড়ে দেখে সব কিছু ঠিক থাকলে অঙ্গীকার নামায় ক্লিক করে NEXT বাটনে ক্লিক করলে ডাটা এন্ট্রি সম্পন্ন হবে।
ভাউচার তৈরির প্রক্রিয়া।
  • "Add New Voucher" বাটনে ক্লিক করতে হবে ।
  • হজযাত্রীর রেজিস্ট্রেশন ভাউচার নম্বার প্রদান করতে হবে এবং হজযাত্রীর রেজিস্ট্রেশনকৃত প্যাকেজের সাথে মিল রেখে উপরোক্ত প্যাকেজ সিলেক্ট করে সার্চ করতে হবে। হজযাত্রীর তথ্য মিলিয়ে ADD বাটনে ক্লিক করতে হবে ।
  • একই সাথে একাধিক প্যাকেজের হজযাত্রী সিলেক্ট করা যাবে না শুধুমাত্র একই ধরনের প্যাকেজের হজযাত্রী নেওয়া যাবে।
  • সকল তথ্য ঠিক মিলিয়ে নিয়ে "Submit Guide Request" বাটনে ক্লিক করলে প্রসেসের জন্য আবেদনটি পাঠানো হবে।
বিজ্ঞপ্তির কাজ চলমান রয়েছে, এটি শীঘ্রই প্রকাশিত হবে