hms_logo

  • English
  • বাংলা

পাসপোর্ট অধিদপ্তরের ডাটাবেজ থেকে পাসপোর্টের তথ্য যাচাই (Verification) প্রসঙ্গ

প্রাক-নিবন্ধিত হজে গমনেচ্ছুদের নিবন্ধনের জন্য পাসপোর্টের তথ্য যাচাই বাধ্যতামূলক। পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে আন্তঃ সংযোগ স্থাপিত হওয়ায় এবছর পাসপোর্টের তথ্য পাসপোর্ট অধিদপ্তরের ডাটাবেজ থেকে যাচাই করা হবে। পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী দিনে ২০০ টি এবং রাতে ১০,০০০ টি পর্যন্ত পাসপোর্টের তথ্য যাচাই করা যাবে। এমতাবস্থায়, হজ এজেন্টগণ NID’র তথ্য যাচাইয়ের ন্যায় নিবন্ধনযোগ্য হজযাত্রীদের পাসপোর্ট নম্বরের তথ্য যাচাইয়ের জন্য সাবমিট করতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তরের ডাটাবেজ হতে পাসপোর্টের তথ্য প্রাপ্তি সাপেক্ষে নিবন্ধনের পরবর্তী কাজ সম্পাদন করতে পারবেন। পাসপোর্ট অধিদপ্তরের ডাটাবেজ হতে পাসপোর্টের তথ্য হালনাগাদ হয়েছে কীনা, তা নিবন্ধন সিস্টেমের “পাসপোর্ট স্ট্যাটাস” রিপোর্টে দেখা যাবে।