hms_logo

  • English
  • বাংলা

২১টি হজ এজেন্সির শুনানী গ্রহন প্রসঙ্গে

বেসরকারি ব্যবস্থাপনায় সম্পৃক্ত বিভিন্ন হজ এজেন্সির বিরুদ্ধে সৌদি আরবের মক্কা, মদীনা ও জেদ্দায় এবং বাংলাদেশের উথাপিত বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সরকার কর্তৃক নিম্নবর্ণিত হজ এজেন্সিগুলোকে শাস্তি প্রদান করা হয়েছে। প্রদত্ত শাস্তির পরিপ্রেক্ষিতে হজ এজেন্সিগুলো কর্তৃক দাখিলকৃত রিভিউ আবেদনের আলোকে জাতীয় হজ ও ওমরাহ নীতি- ১৪৪০ হিজরী /২০১৯খ্রিঃ এর ২৪.৩ অনুচ্ছেদ মোতাবেক গঠিত রিভিউ কমিটি কর্তৃক আগামী ১৭/০৪/২০১৯ ও ১৮/০৪/২০১৯ খ্রিঃ বেলা ০৩:৩০ ঘটিকায় এ মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের অফিস কক্ষে (ভবন নং -৮, কক্ষ নং-১০১, বাংলাদেশ সচিবালয় , ঢাকা) শুনানী গ্রহণ করা হবে।
০২। বর্ণিত অবস্থায়, সংশ্লিষ্ট হজ এজেন্সির স্বত্বাধিকারী/যথাযথ প্রতিনিধিকে তাদের রিভিউ আবেদনের স্বপক্ষীয় প্রয়োজনীয় কাগজপএাদি/তথ্য/প্রমানাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ কা হলো।
বিস্তারিত তথ্য ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করুন